আমাদের কথা খুঁজে নিন

   

ভারতের পররাষ্ট্রমন্ত্রী ঢাকায়

ভারতের পররাষ্ট্রমন্ত্রী এসএম কৃষ্ণা ৩ দিনের সফরে আজ বুধবার দুপুরে ঢাকায় পৌছেছেন। পররাষ্ট্রমন্ত্রী এসএম কৃষ্ণা দুপুর ১২টা ৫৫ মিনিটে হযরত শাহজালাল (রহ.) বিমানবন্দরে এসে অবতরণ করেন। পরে তিনি সাভার জাতীয় স্মৃতি সৌধে শ্রদ্ধা নিবেদনসহ অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিতের সাথে বৈঠক করবেন। সন্ধ্যায় হোটেল সোনারগাঁওয়ে প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার সম্পাদকদের সাথে মতবিনিময় করবেন। দেশটির প্রধানমন্ত্রী ড. মনমোহন সিংয়ের বাংলাদেশ সফরের আগে এটি তার প্রস্তুতি সফর।

এর আগে পররাষ্ট্র সচিব নিরূপমা রাও একই উদ্দেশ্যে গত মাসে ঢাকা সফর করেন। ধারণা করা হচ্ছে, এ সময় তিনি তার সফরের উদ্দেশ্যসহ সম্প্রতি বাংলাদেশ সম্পর্কে মনমোহন সিং-এর বিরূপ মন্তব্যেরও ব্যাখ্যা দিতে পারেন। ৭ জুলাই তিনি যথাক্রমে পররাষ্ট্রমন্ত্রী, প্রধানমন্ত্রী ও রাষ্ট্রপতির সাথে বৈঠক করবেন। সর্বশেষ ৮ জুলাই বাংলাদেশ ইনস্টিটিউট অব ইন্টারন্যাশনাল এন্ড স্ট্র্যাটেজিক স্ট্যাডিজ -এর একটি সভায় অংশগ্রহণের পর দুপুরে তিনি দিল্লী ফিরে যাবেন। পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এদিকে পররাষ্ট্র সচিব নিরূপমা রাওয়ের সফরে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রীর সাথে দ্বি-পক্ষীয় আলোচনায় তিনি মনমোহনের ঢাকা সফরের বিষয় নিয়ে আলোচনা করেন। সেই সাথে তার সফরের সম্ভাব্য দিকগুলোর একটি খসড়া প্রণয়ন করেন। এবার পররাষ্ট্রমন্ত্রীর সফরের মধ্য দিয়ে সেসব খসড়া চূড়ান্ত হবে এবং মনমোহন সিংয়ের সফরে তার সফল সমাপ্তি হবে বলে আশা করা হচ্ছে। আশা করা হচ্ছে তিস্তার পানি বন্টন চুক্তি, সীমান্তের অপদখলীয় ভূমির মীমাংসা, ট্রানজিট বিষয়ক জটিলতা নিরসনসহ দুই দেশের মধ্যকার বেশকিছু গুরুত্বপূর্ণ বিষয়ের সমাধান করা হবে মনমোহনের এ সফরে। তাই মনমোহনের এ সফর ইউরোপ আমেরিকার যে কোনো রাষ্ট্র নায়কদের সফরের চেয়ে অধিক গুরুত্বপূর্ণ বলে মনে করছেন কূটনীতিকরা।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.