আমাদের কথা খুঁজে নিন

   

একটি ফেবু Status.... কার কমু নাহ

কয়েক বছর আগেও বড়জোর ধানমন্ডির দিকে গেলে দেখা যাইতো রাস্তার পাশের ওয়ালে 'হেল ইয়াহ ১৯' অথবা 'কিল বয়েস ১৬' এইসব লেখা। হঠাৎ কইরা কি হয়া গেলো ভাই ??? সুন্দ্রী সুন্দ্রী নিষ্পাপ দেখতে ম্যালোকদের প্রোফাইলে গেলে হতাশ নয়নে দেখতে হয় তারা প্রাউড মেম্বার অফ 'ভেনম বিলাইস' নাইলে 'এসিড গ্যাষ্ট্রিক' নাইলে 'ইলাষ্টিক থান্ডারস' আর নাইলে 'টক্সিক ফাগলস' একি আজিব ... নাম পড়া যায় না এমনই ফন্ট, আর নক্তার বাহার ... আরো হতাশা লাগে যখন দেখি তারা হয়তো ঢাকায় আসছে কলেজে/ভার্সিটিতে পড়তে, আগে থাকতো মফস্বলে/ঢাকার বাইরে। ২ বছর আগেও এরা পারলে মাথায় ওড়না দিয়া চলতো। আর এখন কি করবে বুইঝা উঠতে পারতেসে না। স্মার্টনেসের সংজ্ঞা ধরে নিসে এগুলাকে।

তীব্র হতাশাজনক। কোনমতে একবার পেইজে গিয়া ঘুট্টি দিয়া ফটোস দেখলে তো কাম সারসে চোখ কপালে যে উঠে আর টাইনাও নামানো যায় না। হইতাসেটা কি !!! হে আপামনিরা। একটা ফন্ট ছোট আরেকটা ক্যাপিটেল আর ওয়ার্ডের উপর নক্তা লাগায়া লেখা আর ইনফোতে এইসব 'কুল' গ্রুপের মেম্বার লেইখা রাখা, আর মাসে একবার হ্যাংআউট করা স্মার্টনেস না আপা। গেট দ্যা ডেফিনেশন অফ ইয়োর স্মার্টনেস রাইট।

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.