আমাদের কথা খুঁজে নিন

   

ইলেক্ট্রিক রিকশার পর এবার আসল সৌরচালিত রিকশা!

কাঁচাপাকা রাস্তার ঠিক মাঝামাঝি, সাইকেলে বসে ছিল নৌকার মাঝি। বিভাটেক লিমিটেড বাংলাদেশের একটি বড় ইলেকট্রিক রিকশা নির্মাতা। গত ২৭ জানুয়ারী তারা প্রথমবারের মত চালু করে সৌরবিদ্যুত চালিত “গ্রিন” রিকশা। সাধারন ইলেকট্রিক রিকশার মতই এত দুটি অংশ, একটি সাধাতন রিকশার বডি এবং অপরটি ইলেকট্রিকাল ও মেক্যানিকাল পার্ট। ৪৮ ভোল্ট এর একটি ব্যাটারি চার্জ হয় রিকশার ছাদে লাগানো একটী বড় সোলার প্যানেলের সাহায্যে।

এছাড়াও এটি সাধারন ইলেক্ট্রিক রিকশাগুলোর মতই বিদ্যুত সংযোগের সাহায্যে চার্জ করা যায়। বিভাটেক এর ম্যানেজিং ডিরেক্টর সাইদুর রহমান বলেন বর্তমানে এই রিকশাটি ৮০ হাজার টাকা মূল্যে বিক্রি করা হচ্ছে। দরিদ্র রিকশাওয়ালারা কিস্তিতেও এই টাকা শোধ করতে পারবেন। যেহেতু শারিরীক পরিশ্রম করতে হয়না বললেই চলে তাই এটি বৃদ্ধ এবং প্রতিবন্ধীরাও চালাতে পারবে। রিকশাটির গতি ঘন্টায় ২৫ কিমি যা সাধারন রিকশার চেয়ে বেশী।

তাই চালক এবং যাত্রী উভয়ের জন্যই এটি সুবিধাজনক। তিনি আরো বলেন, এরকম একটি রিকশা থেকে একজন রিকশা চালক দৈনিক ১০০০ টাকা অর্জন করতে পারেন। এটি সম্পূর্ন রূপে পরিবেশ বান্ধব এবং ট্রাফিক জ্যাম কমাতেও সহায়ক কেননা এটি রিকশার চেয়ে দ্রুত গতির এবং এটি গাড়ি বা সিএনজি এর চেয়ে অনেক কম যায়গা নেয়। তথ্যসূত্র  ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.