আমাদের কথা খুঁজে নিন

   

তুলনা (কবিতা)

গোলাপের সাথে তোমাকে তুলনা করবো না সে তুলনা কম হয়ে যায়। তুমি থাকলে পাখিদের গান শোনা লাগে না সুর বেশি তোমারই গলায়। নদীর সাথে তোমাকে তুলনা করি না ঢেউ যে বেশি তোমার কোমরেই! তোমার সামনে জোছনা কোনো উপন্যাসের পরাজিত নায়িকা সে তুলনার সাহস তাই নেই! ফুল পাখি নদী জোছনার তুলনা দিয়ে আজকাল আর মেয়ে পটানো যায় না বড়জোর হওয়া যায় পথ-ঘাটের উদ্ভ্রান্ত কবি!

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।