আমাদের কথা খুঁজে নিন

   

পুলিশের গুলিতে নিহত ৪: এখানে অদৃশ্য নিয়ন্ত্রক কে?

আমি বেশ চুপচাপ!! (ছবি: গুলিতে নিহত একজনকে টেনে হিচড়ে নিয়ে যাচ্ছে পুলিশ) রোববার বিএনপির কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে মিছিল সমাবেশকে কেন্দ্র করে চাঁদপুর ও লক্ষ্মীপুরে পুলিশের গুলিতে চার ব্যক্তি নিহত হয়েছে। পরিস্থিতি কতখানি খারাপ ছিলো জানিনা, কিন্তু মিছিলে গুলি করার আদেশ কে দিয়েছিল, সে খবর মিডিয়া, আওয়ামীলীগ কিংবা বিএনপি জানে কিনা জানিনা, তবে দেশের সাধারণ মানুষগুলো জানেনা। লক্ষ্মীপুরে রোববার সকালে পুলিশের ‍গুলিতে নিহত হন যুবদল নেতা রুবেল এবং গুলিবিদ্ধ অবস্থায় ঢাকায় আনার পথে বিকেলে আবুল কাশেম মৃধা (৫৫) মারা যান। অপরদিকে, সকালেই পুলিশের গুলিতে চাঁদপুরে লিমন (৩০) ও আবুল হোসেন (৫০) নামে দু’জন নিহত হন। এদের একজন বিএনপিকর্মী, অপরজন রিকশাচালক।

আমার প্রশ্ন হলো, ৪ জন মারা যাওয়ার পরও রাজনৈতিক দলগুলো কি আশ্চর্যরকম চুপ!!! পুলিশের পক্ষ থেকে কেউ কিছু বললোনা, প্রধানমন্ত্রী চুপ!! খালেদা জিয়া কথা বলছেন আজকের গণমিছিল নিয়ে। তাহলে নিহত ৪ জনের কথা কে বলবে? ও আচ্ছা, আমাদের মানবাধিকার কমিশন এর চেয়ারম্যান কোথায়? তিরি কেনো একটা সংবাদ সম্মেলন করছেন না? আসুন এবার একটা বিশ্লেষণ বের করার চেষ্টা করি-- মিছিলে গুলি করতে আওয়ামীলীগ নির্দেশ দেয়নি, কারণ তারা চাইবেনা এ সময় তাদের রাজনীতির মাঠ খারাপ হোক. আর বিএনপি নিশ্চয় তাদের কর্মীদের উপর গুলি চালাতে পুলিশের সাথে আতাত করবেনা? তাহলে কি জামাত কিংবা ৩য় অদৃশ্য কোন শক্তির নির্দেশেই কাল মিছিলে গুলি চলেছে? এদিকে সোমবার রাজধানীতে বিএনপির গণমিছিল ও মহানগর আওয়ামী লীগের সমাবেশ কর্মসূচি রয়েছে। পুলিশের নিষেধাজ্ঞায় বিএনপির গণমিছিল একদিন পেছানোর পর মহানগর আওয়ামী লীগও একই দিনে কর্মসূচি ঘোষণা করে। রোববার নগরীতে বিএনপির পূর্ব ঘোষিত গণমিছিল কর্মসূচি ছিল। কিন্তু একই দিন আওয়ামী লীগও জনসভার ঘোষণা দিলে এদিন রাজধানীতে সভা সমাবেশের ওপর নিষেধাজ্ঞা জারি করে ডিএমপি।

আপনারা ঘরের চার দেয়ালের মধ্যে অবস্থান করুন, কারণ আজ কোন অপ্রীতিকর ঘটনা হবেনা, তার গ্যারান্টি কে দেবে? আপনি মারা গেলে, শুধু একটা পোস্ট দিতে পারবো এই বলে যে- আপনার অকাল মৃত্যুতে আমরা শোকাহত (যদি খবরটা শুনতে পাই). অন্যথায় আপনিও হারিয়ে যাবেন, এই ৪ জনের মত। পরিস্থিত কিন্তু খুবই খারাপ, যেকোন মূহুর্তে গুলি খেয়ে মরে যেতে পারেন। ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.