আমাদের কথা খুঁজে নিন

   

কোমল চোখের অশ্রুপাতে শুভ্র তুমি; ভুলে যেও

আহসান জামান দিনলিপি মুছে দিয়ে ভুলে যেও অজস্র ব্যথার আগুন, অযুত যুগপদে পথ-হাঁটা-পথ, সন্ধ্যাতারার আলোর কসম; ভুলে যেও ভাঙা-লাটিমের আলের যন্ত্রণা অথবা শুকনো বাঁশপাতার মড়মড়ে স্পন্ধন। ভুলে যেও স্বপ্নের খে' হারানো হলুদ সরিষাবন, শরৎ সকালের ঝলমলে রোদ্দুর গলে, ঘরে এলে; ভুলে যেও এক ফড়িংয়ের তাড়িয়ে ফেরা ক্লান্তিসুখের দুপুরগুলো। হাঁটুজলে গামছা ভরে জলের ভিতর কুঁড়িয়ে পাওয়া দু'টি মুখের ছায়ার ভিতর খুঁজে পাওয়া বেদনাটুকুও ভুলে যেও। হারিয়ে ফেলা সময়গুলো উল্টো হেঁটে দুঃখ বাড়ায়; ভুলে যেও মন্দ-ভালোর যাপিত জীবন কষ্টগুলো ভুলে যেও; অই পবনে উড়তে যাওয়া ইচ্ছেহাওয়া স্বপ্ন জাগায়, ভুলে যেও; কোমল চোখের অশ্রুপাতে শুভ্র তুমি।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।