আমাদের কথা খুঁজে নিন

   

কোমল পানীয়র অবিদ্যা

ভুত মোর নাম.. আছর দেয়া যার কাম.. ঈদে রাস্থার পাসে দেখা যায় অনেকে কোমল পানীয়র স্টল দিয়ে বসে উদীয়মান কিশোর ব্যাবসায়ী যারা সফট ড্রিংস বিক্রয় করে এখন কথা হলো আমরা কি খাচ্ছি। কয়েক বছর আগে একটা পত্রিকার প্রথম পাতায় প্রচ্ছদ করেছিল > কোমল পানীয় চুমুকে চুমুকে শরীর ক্ষয় । ইন্টেরেস্টিং ব্যাপার হলো পত্রিকা প্রকাশের পরের দিন একটা পত্রিকাও বাজারে খুজে পাওয়া যায়নি এর কারন হচ্ছে কোমল পানীয় কম্পানিগুলো বাজার থেকে সব পত্রিকা কিনে নিয়েছে । এই কোমল পানীয় পান না করলে আমাদের স্ট্যাটাস রক্ষা হয়না। কারো ভাব থাকেনা এখন এর সাথে যোগ হয়েছে এনার্জি ড্রিংস।

আসলে কি আছে এইসব পানীয়তে কেনই বা সব পত্রিকা গুলো কিনে নিল। আসলে ঐ প্রত্রিকায় এর খারাপ দিক গুলো তুলে ধরেছে। সবার আগে জেনে রাখা উচিত কোকাকোলা তৈরির উপাদান গুলো আজ পর্যন্ত কেউ জানতে পারেনি একবার ভারত চেয়েছিল সে থিউরি পরিণামে যা হলো ভারতে বেশ কিছুদিন কোকাকোলা বিক্রয় নিসিদ্ধ করেছিল আমেরিকা। একটা ভল্টে সংরক্ষিত আছে সে তথ্য ,কম্পানির প্রধান ছাড়া কেউ জানে না। এবার আসি ইসলাম অনুসারীদের কাছে >প্রতিটা কোমল পানীয়তে এলকোহল আছে নিদৃস্ট পরিমাণে ।

যা কিছু দিন আগে একুশে টিভিতে একটা অনুস্টানে দেখিয়েছে এবং দেশের বিশিস্ট ডাক্তার ও গবেষকের সাক্ষাৎকার সহ দেখিয়েছিল। কোমল পানীয়তে আছে একটা পদার্থ যেটা মানুষের হার ক্ষয় হতে সাহায্য করে , যদি কেউ মুখে নিয়ে ৩০ মিনিট কুলকুচি করতে থাকেন দেখবেন পুরা দাত হলদে হয়ে গেছে কারন এটি দাত সাদা রাখার এনামেল চিরতরে নষ্ট করে দেয় , যদি কারো বাথরুম হারপিকে পরিষ্কার না হয় দেন কোক ঢেলে দেখবেন একেবারে ঝক ঝকে । এখন ইণ্ডিয়া গম উৎপাদনে বিশ্বে ২য় এর কারন হচ্ছে ভারতে কীটনাশকের চেয়ে সফট ড্রিংসের দাম কম এবং পোকামাকড় মারতে বেসি সক্রিয় গত ৭ বছর ধরে ভারতে গম ক্ষেতে কোমল পানীয় স্প্রে করা হচ্ছে। যদি কেউ এটাকে পানির বিকল্প হিসেবে নিয়মিত ৬ মাস খায় তার কিডনি ও লিভার পুরো নষ্ট হয়ে যাবে। যার প্রমান আমার একজন জানাশুনা মাছ কম্পানির ও থ্রি স্টার হোটেলের মালিকের ছেলে ভুগেছিল বছরের পর বছর।

এক গ্লাস কোকে ১২ চামুস চিনি থাকে এবং এটা হজম করতে পাকস্থলীর উপর কতটা চাপ পরে ? অল্প বয়সে কিডনি নষ্ট হওয়ার জন্যও এই কোমল পানিয় দায়ী । ইহুদিরা শুধু বুদ্ধি করে রঙ্গিন পানি বিক্রি করে কত পয়সা কামাছে আর বিনিময়ে আমরা পাছি ডাইবেটিকস, কিডনি সমস্যা, দাতে সমস্যা। সন্দেহ থাকলে যে কোন ডাক্তারের কাছে জিগ্যেস করুন কোমল পানিয়ের অপকারিতা। আসুন পয়সা দিয়ে বিশুদ্ধ পানি ও ডাবের পানি পান করি। আসুন নিজেরা সচেতন হয় , অন্যদেরকে সচেতন করি ।

পবিত্র ঈদে সবার সুসাস্থ কামনা করি । ঈদ মুবারক । ।

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।