আমাদের কথা খুঁজে নিন

   

কি লিখব!!

স্বপ্ন দেখি একদিন সুন্দর একটি কবিতা লিখব... কি লিখব!! কি পড়ব!! ভেবে ভেবে ক্লন্ত হই প্রতিদিন.. দিন পেরিয়ে মাস অপেক্ষায় প্রহর গুনে শতবর্ষী রাতের তারা ক্ষয় হয়, হয় ক্ষরণ... আমি কেবল অমাবশ্যার ঘুটঘুটে গাটছড়ার মতো আধারের ঢেউয়ে ভাসি- সারা রাত, নিশুতি, শেষ প্রহর তার পর দিন আসে, অজানা এক দেউলিয়াত্বের ঘুরঘুর পিছু লাগা অক্টোপাসের মতো লেগে থাকে সারাবেলা শব্দেরা আসে না পাটাতন খুলে ঝর্ণার শনশন বাতাস কিংবা বারোয়ারি ঢোলকের মতন... শব্দরা কোথায় যায়! কোথায় বাস, কোথায় বা রাত্রি যাপন তমাবিল? মধুটিলা? নাকি জলপাই রঙের ইটের দালান? জানি না..........অসহ্য এসব....... কেবলই বিরক্তির..... এইসব বিরক্তির আনাগোনায় থৈ থৈ করে ব্যথানুভূতির অদৃশ্য বিল... আর একটাই কেবল জিজ্ঞাসা কি লিখব!! কি পড়ব!!  

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।