আমাদের কথা খুঁজে নিন

   

শ্রাবণের অঝোর ধারা ঝরছে রোজ টক টকে রক্তের মতো

একটা আটপৌরে ঘরোয়া সাদামাঠা প্রেমের কবিতা লিখতে চাই অনাগত তোমায় স্বাগত জানানো যায় কি না দ্বিধায় আছি বড় লজ্জিত সময়ে আটকে আছে প্রিয় ভূমি বেশুমার রক্তের দামে কেনা স্বাধীনতা আজ প্রশ্নবিদ্ধ এখানে সবচেয়ে সস্তা বিকোয় জীবন খানিক ধমকে মূল্যছাড়াও মিলে অগুনিত ইট সুরকি, গ্রেনেড ধোঁয়ায় অস্পষ্ঠ হয়ে আসে সোনালি মুখ সবুজের ওপরে ছোপ ছোপ লাল ভেঙচি কাটে লুন্ঠিত আত্মার তীব্র আত্মিচৎকার প্রশ্ন রেখে যায় লাখো বলিদানের স্বাক্ষরিত মলাটে এ কোন মাতার উদোর ! বীর প্রসবণী আজ কি কুলটা হলো না, জন্মই এখন ভ্রষ্ট জারজ পঙ্গুব কুশিলব নিত্য সাজায় নতুন চিত্রনাট্য অন্ধ পাঠক পড়ে যায় দর্শক অভিনয়ে হয়তো হাততালি পড়ে কিন্তু মরে যায় নন্দনতত্ব সে খোঁজ কেউ রাখে না শ্রাবণের অঝোর ধারা ঝরছে রোজ টক টকে রক্তের মতো অবগাহিত গাঙেয় ভূমি তবুও মুক, ভুলে গেছে প্রতিবাদের শ্লোগান জোর ঝাঁকুনি দেওয়ার সময় আসন্ন

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে ১২ বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।