আমাদের কথা খুঁজে নিন

   

শ্রাবণের রাতালাপ (০৪) ... ... ... !!!! ...

ভাল লাগে বৃষ্টির রিমঝিম, ভাল লাগে ধুম বর্ষায় একাকী রাস্তায় হাটতে।

শ্রাবণ আজ অঙ্গে আমার, ছিল মন, রঙ্গ উতাল ভাবিনু বাসব ভাল- খুলিয়া দখিন দ্বার, মনেরই উথাল ছলাৎ চোখেতে ঝিলিক উঠায় আঁধারের ছন্দ নাচন দেহতে তৃপ্তি ছড়ায়। নিশিথের গোপন প্রনয় ভেবেছিনু রইবে চাপা, আধার আর শ্রাবণধারায় রাতালাপ রইবে মাপা কিন্তু.......................... উঠানের ঐ কূলীন কাদা উঠল হয়ে কংস মামা, সঙ্গি আজ কোমর ব্যাথা রাতালাপে চাইছি ক্ষমা। শ্রাবণের রাতালাপ (০৩) ... ... ...!!! শ্রাবণের রাতালাপ (০২) ... ... ...!! ... শ্রাবণের রাতালাপ ... ... ...! ! ! ! ! ...

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে ১০ বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।