আমাদের কথা খুঁজে নিন

   

শ্রাবণের এলোমেলো কথা

ফিরব আবার! খুব দ্রুত ফিরতে চাইনি ব্লগে। তবু আজ কদিন ধরে ট্রাই করছিলাম ফিরে আসার,উঠে বসার। অসুস্থতার জন্য রাজধানীতে আসা ২০ দিন আগে। অপারেশনটা মাইনর ভাবলেও মোটামুটি মেজরই হল। ব্যাথা সয়ে সোজা হয়ে দাঁড়াতে সময় লাগল।

ভেবেছি সুস্থ হয়ে গেছি, বাড়ি যেতে পারবো। মন আনচান করে চেনা গন্ধ পেতে। কিন্তু উপদ্রব হয়ে থ্রম্বোফ্লেবিটিস হল হাতের শিরায়। ডান হাতে ব্যাপক পেইন নিয়ে অস্থির আছি। হসপিটালের নার্সদের বোধহয় আরেকটু ট্রেইনড হওয়া উচিত।

ব্লাড নিলো,হাত শক্ত হয়ে গেলো। ক্যানুলা ফোটাল তাও মাংসে ফুটে থাকল ২ দিন। ,আমার হাত লাল হয়ে ফুলে ঢোল। কি অদ্ভুত। প্রতিদিন ২৪০০ মিলিগ্রাম অ্যান্টিবায়টিক খেয়ে মাথা এত এলোমেলো থাকে যে উঠে বসতে পারলেও কিছু লেখার ক্ষমতা থাকেনা।

আর দীর্ঘক্ষণ বসে থাকাটাও এখনো কষ্টের। স্নিগ্ধশোভন কে থ্যাংকস, রেগুলার খবর নেয়ার জন্য। খবর নেয়ারই কথা, আমাদের বড় হওয়া একসাথেই। একসাথে কলেজ পর্যন্ত পড়াশোনা। কাছের বন্ধু বলা যায় কি? যায় বোধহয়।

নাহল কে থ্যাংকস, ব্যাস্ততার মাঝেও ফেসবুকে খবর নেয়ার জন্য। একটু স্বপ্ন ভাইকে থ্যাংকস,সবসময় মনোবল জোগানোর জন্য। আরও একজনকে থ্যাংকস,যার সাথে দেখা হবে ভেবেছিলাম, ঢাকায় এসে জানাব বলেছিলাম,যে আমার অনুভূতির অনাকাঙ্ক্ষিত মূল্য দিয়েছে। আমি হয়ত সঠিক শব্দে কিছু লিখতে পারছিনা। বাট আমি সত্যি কৃতজ্ঞ।

নিজে লেখার জন্য না হলেও প্রিয় ব্লগারদের লেখা পড়ার জন্য হলেও ফিরতে হবে আমাকে। দোয়া করবেন শুভাকাঙ্ক্ষীরা। সবাইকে সৃষ্টিকর্তা ভাল রাখুন। ।

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।