আমাদের কথা খুঁজে নিন

   

কুতুববাগ দরবার শরীফের পীরের বিরুদ্ধে জালিয়াতি করে টাকা আত্মসাতের অভিযোগ

সামুতে অর্থহীন অশুদ্ধ বাংলা ও বাংলিশ শব্দ পরিহার করি শাহান শাহে তরীকত একুশ শতকের আধ্যাত্মিক মহাসাধক শাহ্‌ সূফী দয়াল খাজাবাবা আলহাজ্ব হযরত মাওলানা জাকির শাহ্ নক্‌শবন্দী-মোজাদ্দেদী ক্বাদ্‌রী চিশ্‌তী কুতুববাগী (মা:জি:আঃ) ক্বেবলাজান হুজুরের বিরুদ্ধে টাকা আত্মসাতের অভিযোগ উঠেছে। কুতুববাগ দরবার শরীফের এই পীরের বিরুদ্ধে কাকরাইলের প্রায় ২৯ শতাংশ জমি ডেসটিনির কাছে ১৬ কোটি ৫০ লাখ টাকায় প্রতারণার মাধ্যমে বিক্রি করার অভিযোগ উঠেছে। অভিযোগে প্রকাশ জমির প্রকৃত মালিক জনাব শরিফুল হক চিসতিকে দীর্ঘ ৯ মাস আটকে রেখে তার কাছ থেকে আম মোক্তার নামায় সই নিয়ে পীর সাহেব বিক্রি করে দেন এই জমি। এ বিষয়ে সংবাদ সংগ্রহ করতে গেলে বেসরকারী টেলিভিশন একুশের টিমকে প্রায় ১ ঘন্টা আটকে রাখে পীরের ক্যাডার বাহিনী। ছিনিয়ে নেয় তাদের ক্যামেরা।

পরে ক্যামেরা ফেরত দিলেও দেয়া হয়নি রেকর্ডকৃত ক্যাসেট। টেলিফোনে শাসানো্ হয় সংশ্লিষ্ট রিপোর্টারকে। তেজগাঁও থানাতে এ বিষয়ে একটি সাধারণ করা হলেও কোন ব্যবস্থা নেয়নি থানা কর্তৃপক্ষ। উলেখ্য আগামী ২৫, ২৬, ২৭ জানুয়ারী ২০১২ কুতুব বাগ দরবার শরীফের মহা পবিত্র ওরছ শরীফ ও বিশ্ব জাকের ইজতেমা অনুষ্ঠিত হবে টি.এন্ড.টি ময়দান, মানিক মিয়া এভিনিউ, জাতীয় সংসদ ভবনের দক্ষিণ পার্শ্বে, ফার্মগেট এলাকায়। এ উপলক্ষ্যে বিগত ১ মাস যাবত উক্ত মাঠে প্যান্ডেল নির্মান করা হচ্ছে, ফার্মগেট এলাকার পার্কটিকেও তারা ব্যবহার করছে অবৈধ ভাবে।

ইন্দিরা রোডটি ওরস উপলক্ষ্যে দান হিসেবে প্রাপ্ত গবাদি পশুর আস্তাবলে পরিনত হয়েছে। পরিবেশবাদীরা এ ব্যাপারে প্রতিবাদ জানিয়েছেন। কুতুবাগী দরবার শরীফের ওয়েব সাইটে শাহান শাহে তরীকত একুশ শতকের আধ্যাত্মিক মহাসাধক শাহ্‌ সূফী দয়াল খাজাবাবা আলহাজ্ব হযরত মাওলানা জাকির শাহ্ নক্‌শবন্দী-মোজাদ্দেদী ক্বাদ্‌রী চিশ্‌তী কুতুববাগী (মাঃজিঃআঃ) ক্বেবলাজান হুজুরের ১২টি উপদেশ বাণী রয়েছে। ২নম্বর উপদেশটি হলোঃ ২. পীরের খাছলতে খাছলত ধরুন, তবেই ত্রান ও শান্তি । লিংকঃ Click This Link দূর্মূখের মন্তব্য " এই যদি হয় পীরের খাছলত তা হলে তার অনুসারীদের কী ত্রান ও শান্তি আসবে তা বোধগম্য নয়।

 ।


এর পর.....

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।