আমাদের কথা খুঁজে নিন

   

সম্পূর্ণ নতুন এবং হালাল মলম (MLM) পার্টি আসতেছে বাংলাদেশে

I would like to continue with all of here ভাইগণ সাবধান, নতুন মলম পার্টি ঢুকছে মার্কেটে। নাম হচ্ছে এম এম এস কর্পোরেশন। অফিস বি এন এস টাওয়ারের ১০ তলা, উত্তরা। সেখানে ঢুকলে প্রথমেই দেখবেন হুজুরবৃন্দ বসে আছেন আপনাদেরকে অভ্যর্থনা জানানোর জন্যে। তাদের দাবি এটা হচ্ছে বাংলাদেশী কোম্পানী এবং তারা বিভিন্ন দেশে এই অফিসকে ছড়িয়ে দেবে শিগগীরই।

তারা আরো বলছে যে এই অফিসটি বাংলাদেশের একমাত্র ইসলামি শরীয়াত ভিত্তিক এমএলএম কোম্পানী এবং তাদের নিজস্ব শরীয়াহ বোর্ডও রয়েছে। তাদের অফিসের বেশীরভাগই মাদ্রাসা থেকে উচ্চতর (!!!) শিক্ষাগত যোগ্যতা সম্পন্ন এবং পাজামা-পাঞ্জাবী-টুপি পরে থাকেন- যদিও তাদের অফিসে লামিয়া নামে একজন এক্সিকিউটিভ বসেন- মোটামুটি পাংখা- যিনি মোটেও ইসলামী পোষাক সম্পন্ন নন। তাদের মূল প্রোডাক্ট হবে ইলেকট্রনিক্স পণ্য। থাকবে ডেক্সটপ কম্পিউটার, ল্যাপটপ, নোটবুক, আইপডের মতো জিনিস এবং তাদের জিনিস হবে আজীবন ওয়ারেন্টিসম্পন্ন। তারা প্রোডাক্ট তৈরি করছেন চায়না থেকে এবং খুব শিগগীরই তারা বাংলাদেশেই উৎপাদন শুরু করবে।

জিজ্ঞাসা করা হলো কোন প্রোডাক্ট তারা স্যাম্পল হিসাবে দেখাতে পারেন কিনা। জবাবে জানানো হলো প্রোডাক্ট এখনও তৈরি হয় নি তবে আগামী মাসের মধ্যেই তৈরি হয়ে দেশে চলে আসবে ইনশাআল্লাহ। তাদের বিজনেস প্লানের সাথে অন্যান্য এমএলএম-এর তেমন কোন পার্থক্য নেই- তবে ইনোভেটিভ জিনিস হচ্ছে বিজনেস প্লানের মধ্যে ইসলামকে পাঞ্চ করে দেওয়া। মাদ্রাসার সাথে জড়িত ছাত্র-শিক্ষককে যদি টার্গেট করা হয় তাহলে তো কামিয়াবীর কোন সমস্যাই নেই। তাদের অফিসে গতকাল সন্ধ্যায় ১২-১৩ জন এক্সিকিউটিভের দেখা পাওয়া গেল- যারা সবাই হুজুর (ওই মেয়েটা বাদে)।

তাদেও এমডি হচ্ছেন মোঃ বদরুল আলম- তিনিও পাজামা-পাঞ্জাবী পরে থাকেন (দাঁড়ি নেই কিন্তু) আর সিসিটিভিতে সারা অফিস-এর কার্যক্রম দেখেন বসে বসে। তিনি এর আগে বাংলাদেশে যতগুলো এমএলএম কোম্পানী এসেছে জিজিএন-নিউওয়ে থেকে অধুনা ডেসটিনি-ইউনিপে পর্যন্ত, তার সবগুলোতেই নাকি জড়িত ছিলেন। আজীবন ওয়ারেন্টি বিষয়ে একটা অদ্ভুত তথ্য পাওয়া গেল একজন এক্সিকিউটিভের (অবশ্যই হুজুর) কাছ থেকে যে ডেল কোম্পানী তো আজীবন ওয়ারেন্টি দেয়- কেন তারা দিতে পারবে না? ঢাকার আইডিবি ভবনের তিনতলাতে নাকি একটা দোকান আছে (দোকানের নামটা পরে জানাবেন বলেছেন) তারা নাকি ডেল-এর প্রোডাক্টের ক্ষেত্রে আজীবন ফ্রি ওয়ারেন্টি দেয়। অবশ্য তার আগে জিজ্ঞাসা করেছিলেন যে আমি ডেল কোম্পানীর নাম শুনেছি কিনা। তাদের একখানা ওয়েব সাইটও আছে- (http://www.mmscorporation.net)তাদের দাবি গুগল বা অন্যান্য সবগুলো সার্চ ইঞ্জিন দিয়ে খুঁজলেই তাদের কোম্পানীকে পাওয়া যাবে যদিও আমি তা পাইনি।

তো এবার হাত ধুয়ে বসে যান ভাইলোগ। এখন তো পাচ্ছেন সম্পূর্ণ হালাল এমএলএম। দো-জাহানের অশেষ নেকী আর হালাল উপার্জনের পথ এখন আপনার সামনে খোলা। তবে ভাইজান একটা কথা- শরীয়াহ বোর্ডের যিনি চেয়ারম্যান- তিনিও একজন হুজুর বটে- তার সাথে দেখা হয়ে গেলে একটু দূরে দূরে থাকবেন। উনি আপনাকে পাশের চেয়ারে বসতে অনুরোধ করবেন- তাও আপনার হাত ধরে হ্যান্ডশেক করতে করতে- আপনার হাত কচলাতে কচলাতে।

তিনি এক পর্যায়ে এমডির সাথে আপনাকে দেখা করাতে নিয়ে যাবেনই যাবেন- সেটাও আপনার হাত ধরে- হাত কচলাতে কচলাতে। কথা শেষে বেরিয়ে আসবেন? আপনাকে উনি বিনম্র আমন্ত্রণ জানাবেন উনার বাসায় যেতে- উনার বাসা নাকি পাশেই- ”একটু আমার বাসায় বেড়াবেন- চলুন না আজকে”- ওই সময় নিজেকে কেন যেন MSM (male who have sex with male) মনে হয়। এইটাই যা সমস্যা। তবে ট্যাকল করে নিয়েন আর ওদের সাথে একাত্মতা ঘোষণা করলে সেটুকুতে আর সমস্যা কি? গিয়েছিলাম আমার এক বন্ধুর পাল্লায় পড়ে এবং আগে থেকে কিছু না জেনেই। তারপরে বন্ধুত্বই বুঝি আর থাকে না।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.