আমাদের কথা খুঁজে নিন

   

ক্রোধ নিয়ন্ত্রণ ও নম্রতা অবলম্বনের অসীম উপকারিতা । আসুন মহানবী (সাঃ) এর ন্যায় বিনয়ী হই ।

আল্লাহ ছাড়া আর কোন সৃষ্টিকর্তা নেই । হযরত মোহাম্মদ (সাঃ) আল্লাহর বান্দা ও রাসূল । হযরত আনাস (রাঃ) বলেন, মদীনায় আমি রাসূল (সাঃ) এর দশ বছর খেদমত করিয়াছি । আমি ছিলাম কম বয়সী বালক । এ কারণে আমার সব কাজ কর্মে রাসূল (সাঃ) কখনও উফ পর্যন্ত করেন নাই অথবা কখনো বলেন নাই , ঐ কাজ তুমি কেন কর নাই , ঐ কাজ তুমি কেন করিয়াছ ? (আবু দাউদ) হযরত আবু হোরায়রা (রাঃ) থেকে বর্ণিত, রাসূল (সাঃ) এর নিকট এক ব্যাক্তি বলিল, আমাকে কিছু অসিয়ত করুন ।

তিনি বলিলেন, রাগ করিওনা । সেই ব্যাক্তি পুনরায় বলিল, আমাকে কোন অসিয়ত করুন । রাসূল (সাঃ) প্রতিবারই বলিলেন, রাগ করিও না । (বোখারী) হযরত আবু হোরায়রা (রাঃ) বর্ণিত, রাসূল (সাঃ) বলিয়াছেন, সেই ব্যাক্তি শক্তিশালী নহে যে নিজের প্রতিপক্ষকে মল্লযুদ্ধে পরাজিত করে । সেই ব্যাক্তি-ই শক্তিশালী যে নিজেকে নিয়ন্ত্রণ করিতে পারে ।

(বোখারী) হযরত মেআজ (রাঃ) বর্ণনা করেন, আবদে কায়েস গোত্রের নেতা হযরত আশাজ্জ (রাঃ) কে রাসূল (সাঃ) বলেন, তোমাদের ২টি অভ্যাস এমন রহিয়াছে যাহা আল্লাহতায়ালার নিকট খুবই প্রিয় ও পছন্দনীয় । একটি হইতেছে বিনয় ও ধৈর্য্য, অন্যটি হইল তাড়াহুড়া করিয়া কোন কাজ না করা । (মুসলিম) হযরত আবু হোরায়রা (রাঃ) বলিয়াছেন, রাসূল (সাঃ) বলিয়াছেন, মুসলমানের দোষক্রটি যে ক্ষমা করে , কেয়ামতের দিন আল্লাহতায়ালা তাহার দোষক্রটি ক্ষমা করিয়া দিবেন । (ইবনে হাব্বান) আল্লাহতায়ালা বলেন, 'মুসলমানগণ পরষ্পর ভাই ভাই । ' (সূরা ফোরকান ) 'রহমানের বান্দা তাহারা যাহারা জমিনের উপর বিনয়ের সহিত চলাফেরা করে ।

' (সূরা ফোরকান ) 'আর তাহারা যখন রাগান্বিত হয় তখন ক্ষমা করিয়া দেয় । (সূরা শূরা) হযরত আবু উমামা (রাঃ) বলেন, রাসূল (সাঃ) বলিয়াছেন, সেই ব্যাক্তির জন্য জান্নাতের কিনারায় আমি একটি ঘরের জিম্মাদারী লইতেছি, যে ব্যাক্তি ন্যায়ের উপর থাকিয়াও ঝগড়া বিবাদ ত্যাগ করে । সেই ব্যাক্তির জন্য জান্নাতের মাঝখানে একটি ঘরের দায়িত্ব লইতেছি যে ব্যাক্তি ঠাট্রা বিদ্রুপের মাঝেও মিথ্যা কথা বলেনা । সেই ব্যাক্তির জন্য জান্নাতের সর্বোচ্চ স্তরে একটি ঘরের দায়িত্ব লইতেছি যে ব্যাক্তি নিজের চরিত্রকে উত্তম করে । (আবু দাউদ) ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।