আমাদের কথা খুঁজে নিন

   

আমারে কে ডাকে ঘর

আহসান জামান কী অদ্ভূত বুননে গেঁথে উঠছে; হারানো সুরেল সরে মেঠো পথ-ঘাট-নদী। মেঘলা মাঘের রোদ্দুরে নরোমতাপের দ্রোহে ভাঙছে হিমদেহ কাল; ছিঁড়ে ছিঁড়ে পড়ে নিও নদী। পবনে শস্যখেতের নাচ; চোখে তার আহ্লাদী হাসি। আমাদের বাড়ী-ঘর স্মৃতির কড়ির কাঁধে বাঁধা, উড়াও শ্যামাপাখি; বুনোদের থাকে না আপন। গ্রীষ্মতো পোঁড়াতে জানে, বর্ষা ভিজায়; আমি কার দ্বিধাজলে ভাসি, দেহের আধেক সমান উদম যাযাবর; আমারে কে ডাকে ঘর! জুড়ে জুড়ে ছিঁড়ে ফেলি নিজস্ব আকাশ, হলুদস্নেহের দাগ মুছে কেঁদেছি অনেক। আমাদের বিলুপ্ত নগরে নামছে আজ শীথিল অন্ধকার; চারিদিকে হাহাকার বেদনামেদুর।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.