আমাদের কথা খুঁজে নিন

   

"আমারে বাছাঁ বাপ, অরা আমারে মাইরা ফালাইব...." প্লিজ আমার মাকে বাচাঁন

সব কিছুর অনুবাদ একটু একটু বুঝলেও নিজের অনুবাদ বুঝিনা "আমারে মাইরা ফালানের লেইগ্যা বান্দঁ দিতাছে অরা, অরা আমারে বাইছতে দেবনা! আমারে বাছা বাপ!!! আগে ও আমারে যহন মাইরা ফালাইতে আইছিল, তরাইতো আমারে বাছাইছিলি। আমারে বাছাইতে তরাইতো তগোর রক্তে আমার শইল ভরাই দিছিলি। তারফর অতো আমারে মারবার দেছ নাই!!!! তরা না কইছিলি আমারে কেও কোনোদিন মারবার পারবনা??? কেও আমারে কিছু করবার পারবনা??? তাইলে অরা বান্দঁ দিতাছে ক্যান???? আমিই তো তোদের জন্ম দিছিলাম, বড় করছিলাম, আমার এই কোলে! অরা কি কইতাছে বাপ, হুনছত? অরা কয়তাছে আমারে পানি না খাওয়াইয়্যা মাইরা ফালাইব, পানি চাইলে পানিতে ডুবাইয়্যা মারব!!! আমারে বাছাঁ বাপ! দরহার অইলে আবার সংগ্রাম কর, আগে য্যামনে কইরা বাছাইছিলি আমারে। আমি যে তরার মা। আমার কিইচ্ছু অইলে আমি অভিশাপ দেমু।

তরা আমার মতো পানি না খাইয়্যা মরবি, আর আর খাই-তে চাইলে পানিতে ডুইব্যা মরবি ... ডুইব্যা মরবি..." উপরোক্ত আর্তনাদ টি আর কারো নয়। আমার বাংলা মায়ের। মা কাদঁছে! মায়ের অস্তিত্ব আজ বিলীন হতে চলছে। টিপাইমুখ বাধঁ আমার মাকে গলা টিপে ধরেছে। দয়া করে আসো সবাই, আমার মাকে বাচাঁই।

৪০ বছর আগে ও তোমরা সবাই মিলে কাধেঁ কাধঁ মিলিয়ে রক্ত দিয়ে, প্রান দিয়ে আমার মাকে বাচিঁইয়ে ছিলে, আজ বাচাঁবেনা? আজ যে মাকে ধর্ষন করে নয়, গলা টিপে মেরে ফেলতে চাচ্ছে ওরা। দয়া করে আমার মাকে বাচাঁও। টিপাইমুখ বাধঁদেয়া বন্ধ করি। প্রয়োজনে যুদ্ধ করবো আবার, তোমরা করবেনা? আমারা বাংলা মাকে বাচাঁবেনা??? ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.