আমাদের কথা খুঁজে নিন

   

আমারে মাটিতেই দেন---



এক গ্রামে দুই জন পেটুক ছিল। তারা কোন বাড়ীতে দাওয়াত না দিলেও চলে যেত খাবার জন্য। আর তারা দুজন কেউ কাউকে পছন্দ করত না। ওরা চাইতো একজনকে ফাঁকি দিয়ে আরেকজন খেয়ে আসতে। আর তারা নিজেদেরকে কখনও পেটুক মনে করতো না। একদিন গ্রামে একটা বিয়ের অনুষ্ঠান চলছিল। তারা দুজনই পালিয়ে যার যার মত চলে গেল বিয়ে বাড়ীতে। বিঃদ্রঃ পেটুক এর পরিবর্তে লিখলাম হাবাইত্যা--- ১ম হাবাইত্যাঃ আহারে খাইতে বুঝি পারলাম না। বাড়ীওয়ালা কই গেছে? এই যে বাড়ীওয়ালা ভাই হাবাইত্যা আইছে নাকি....? বাড়ীওয়ালাঃ কিরে বেটা তুই নিজে হাবাইত্যা আবার আরেকজনরে কস হাবাইত্যা ঘটনা কি...? ১ম হাবাইত্যাঃ আগে কন আইছে নাকি....? বাড়ীওয়ালাঃ হ আইছে, খাবার জন্য কলার পাতা আনবার গেছে..... ১ম হাবাইত্যাঃ হায় হায়! বলেন কি..? আমার কলাপাতা লাগবো না আমারে মাটিতেই দেন.............

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.