আমাদের কথা খুঁজে নিন

   

তাহলে কি পাত্রী পক্ষ "কেহেরমান" এর মতো পাত্র পছন্দ করেন???????????

পাত্রী এবং পাত্রী পক্ষের এতো এতো প্রশ্ন এবং তার উত্তর দিতে দিতে সময় চলে যাচ্ছে কিন্তু বিয়েশাদী এগুচ্ছেই না। ভাগ্য খারাপ নাকি ভালো বুঝতে পারছি না। কনে পক্ষকে জীবন বৃত্তান্ত সরবরাহ করার পরেও যখন সামনা সামনি দেখা হয় তখন এতো প্রশ্ন করে, আমি আম্মার সামনে লজ্জায় পড়ে যাই। পাত্রী পক্ষের লোকজন চলে যাওয়ার পরে আমি শারীরিক এবং মানসিকভাবে এতো দুর্বলতা অনুভব করি যে, আমার কাছে মনে হয় শরীর থেকে এই মাত্র ১০ ব্যাগ রক্ত বের করে নেয়া হলো। মাঝে মাঝে চিন্তা করি, মেয়েদের তো আমাদের চেয়ে বেশি কষ্ট।

আমিতো পুরুষ বলে আমার মাথার চুলে হাত দিয়ে দেখে না কিংবা আমার প্যান্ট উপরের দিকে উঁচিয়ে পায়ের গোড়ালি দেখে না। অনেকে আবার বলে, এতো পিচ্ছি ছেলে বিয়ে করতে চায়!!!!!!!!! এই রকম একটি ঘটনা পরে বলবো। পাত্রী পক্ষ থেকে প্রশ্নগুলো নিম্নরূপ - # আপনার নাম কি? # মা-বাবা কি করেন? # ভাই বোন কতজন? # আপনার অবস্থান কত নম্বর? # ভাই-বোন কবে বিয়ে হয়েছে? # দুলাভাই এবং ভাবী কি করেন? # কোথায় থাকেন? # এটা কি নিজেদের বাড়ি? # বাড়ি কবে করেছেন? # কোথায় চাকুরী করেন? # চাকুরীর পদবী কি? # কতো বছর যাবত চাকুরী করেন? # কোন পোষ্টে ঢুকেছিলেন? # ইন্টারভিউ দিয়ে চাকুরী হয়েছে কিনা নাকি সুপারিশের মাধ্যমে? # প্রথম কবে প্রমোশন পেয়েছেন? # সর্বশেষ কবে প্রমোশন হয়েছে? # পরবর্তী প্রমোশন কবে? # কত টাকা বেতন পান? # প্রতি বছর বেতনের সাথে ইনক্রিমেন্ট হয় কি না? # প্রতি বছর বেতন এবং ঈদ বোনাস ছাড়াও অন্য কোন বোনাস দেয় কিনা? # সংসারে টাকা দিতে হয় নাকি অভিভাবকেরাই সংসার চালান? # বিয়ের পর কি সবার সাথেই থাকতে চান নাকি বউ নিয়ে আলাদা থাকবেন? # নিজের নামে কোন সম্পদ আছে কি না? # ব্যাংক ব্যালান্স কতো আছে? # পড়াশুনা কোথায় করেছেন (স্কুল/কলেজ/বিশ্ববিদ্যালয়ের নাম কি)? # পড়াশুনার সাথে চাকুরীর মিল নেই কেন? # অন্যান্য আত্মীয় স্বজন কি করেন? # গ্রামের বাড়ি কোথায়? # গ্রামের বাড়িতে যান কিনা? # গ্রামে কে কে থাকেন? # গ্র্রামে কোন সম্পদ এবং নিজস্ব ঘর বাড়ি আছে কিনা? ইত্যাদি যতো রকমের প্রশ্ন আছে করতেই থাকে। একদিনে না পারলে যখনই মনে হবে ফোন দিয়ে বসবে। একদিন এক পাত্রীর খালা আমাকে রাত্রে ফোন দিয়ে জিজ্ঞেস করেন যে, আপনার খালু কবে মারা গিয়েছেন? এই হচ্ছে অবস্থা।

এছাড়াও আমি আমার বন্ধুর মাধ্যমে একটি প্রস্তাব পেয়ে একজন ব্যাংকার মেয়ের সাথে কথা বলি। উনার সাথে আমার দুই দিন কথা হয়েছে। দুই দিন পরে আমি উনার সাথে দেখা করতে যাই উনার ব্যাংকের আশে পাশেই। এই দুই দিনের মধ্যে তিনি আমাকে একদিন অফিসে দুপুরের খাওয়ার সময় ফোন করেছিলেন। আমি খেয়েছি কিনা, বাসা থেকে খাবার নিয়ে যাই কিনা এইসব জিজ্ঞেস করলেন।

এছাড়াও উনার সাথে অামার আরো অনেক কথা হলো এই দুই দিনে। তো, উনার মধ্যে একটা কেয়ারিং ভাব দেখে আমার খুব ভালো লাগলো। উনার সাথে দেখা হওয়ার পর আমি চলে আসলাম। তিনি আমাকে বিকেল বেলা একটি এসএমএস করলেন "আপনার আরো ৫ বছর পর বিয়ে করা উচিত। " আমি এর কোন মানে খুঁজে না পেয়ে উনাকে ফোন করলাম।

ফোনে উনি আমাকে যা বললেন, তা হলো "আপনাকে দেখে মনে হয়নি যে আপনার বিয়ের বয়স হয়েছে। আপনি এখনো অনেক বাচ্চা বাচ্চা মনে হয়। বাচ্চা জামাই আমার পরিবারের সামনে কিভাবে উপস্থাপন করবো বুঝতে পারছি না। " মেয়েরা/অভিভাবকেরা কেন পাত্রটি কি ভালো না মন্দ এটা খোজ করেনা সেটা বুঝিনা। উল্টা পাল্টা অনেক কিছু লিখলাম।

ধন্যবাদ পড়ার জন্য।  ।

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.