আমাদের কথা খুঁজে নিন

   

তাহলে আমি কি ?

পড়,জান,জানাও

আমি কি মানুষ নাকি অন্য কিছু, হাত ,পা থাকলেই কি মানুষ বলে, মানবের মাঝে থেকেও আমি মানব না। তাহলে আমি কি ? হ্যা আমি তোমাদের বাসার কাজের ছেলে। তোমরা যখন মুরগী মাসাল্লা খাও আর আমি তখন দোয়া করি কেউ যেন ঝুটা করে রাখে আমার জন্য। মানুষকি কখনও পারে অনাহারে কাজ করতে, মানুষকি পারে শীতের রাতে একটি মাত্র জামা পরে পাড় করে দিতে, তাহলে আমি কি ? হ্যা আমি তোমাদের বাসার কাজের ছেলে। তোমাদের জুতার মাঝে একটু ময়লা যখন আমার অনেক মারের কারন হয় তখন ভাবি সত্যি কি আমি মানুষ। তোমাদের টিভি দেখার উচ্চ হাসি শুনেই যখন আমি আনন্দ পাই, তোমাদের রাত করে আসার জন্য যখন আমি ক্ষুধার্ত রাত কাটাই, তখন ভাবি আমি কি ? হ্যা আমি তোমাদের বাসার কাজের ছেলে। তোমার ভুলে হারিয়ে যাওয়া কনো দামী জিনিসের জন্য যখন আমি ছেকা খাই, আমার মায়ের মৃত্যু ও যখন তোমাদের কাছে মিথ্যে মনে হ্য়, ঈদের খুশিতে আমি যখন তোমারই পুরান কাপড় পরি, তখন ভাবি আমি কি ? হ্যা আমি তোমাদের বাসার কাজের ছেলে। তুমি দিয়েছ ভেদাভেদ করে মানবের কি দোষ। কষ্টের বোঝা টানলাম আমি আমার কি দোষ গরীব আমি এই কি আমার দোষ,তাহলে বিধাতা খেলেছ তুমি আমায় নিয়ে।


এর পর.....

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.