আমাদের কথা খুঁজে নিন

   

হাসিমুখ, আমি তোমাকে ঘৃণা করি

আলোয় আলোকিত হোক ভূবন আমি আমার হাসিমুখটাকে ঘৃণা করি আর তোমার বিবস্ত্র শরীর দেখে লজ্জা পাই। সীমান্তে উলংগ স্বদেশ; কাঁটাতারে ঝুলে থাকে ফেলানীর লাশ, বর্গি এসে লুটে যায় জোয়ানের তাজা প্রাণ- আর রাষ্ট্রীয় ভৃত্যগুলো ছড়িয়ে যায় নির্জলা মিথ্যাচার- দায়িত্বের অন্ডকোষে লাথি দিয়ে বলে-'রাষ্ট্র চিন্তিত নয়'। হাসিমুখ- এরপরও তোমাকে দেখি আয়নায়! প্রতিদিন ভোরবেলা রাস্তায় নামে মানুষের মিছিল, মানুষইত! নাকি অনুভূতিশুন্য মানুষের কঙ্কাল? তাই বা কি করে বলি- এরাত মানুষেরই মত- কথা বলে, খায়-দায়, সঙ্গমের অকাট্য মোহে- জন্মদিয়ে যায় মানব শিশু, নিয়ম করে বাজায়-ধর্মীয় সানাই, হাসিমুখে ভোগ করে উলংগ স্বদেশ, নির্বিকার দেখে যায় ফেলানির লাশ, ইতিহাস থেকে তুলে আনে বেজন্মা গর্ভশ্রাব, শয়তানকে সাধু আর সাধুকে শয়তান বানায়, আর তার পায়ের কাছে হাসিমুখে দিয়ে যায় নরবলি দান। কি জানি! আমিই হয়ত মানুষ নই, অথবা আমার পুর্ব পুরুষ- যারা রক্ত দিয়ে ঢেকে দিয়েছিল উলংগ স্বদেশ কিংবা যারা আমারই মত- হাসিমুখ দেখে লজ্জা পায়। নইলে চল্লিশ বছর ধরে যে কলঙ্ক লেগে আছে স্বদেশের বুকে তাকে মুছে দিতে মানুষগুলোর এত কেন দ্বিধা? কি করে মানুষগুলো আজ- হাসিমুখে শুনে যায় শয়তানের প্রলাপ, ধর্ষিতা নারীর উলংগ ছবি দেখে জ্বলে উঠে বিকৃত কামে, এখনো খায়, এখনো জন্ম দেয়, এখনো উল্লাসে বাজায় ধর্মীয় সানাই? পনের কোটি মানুষের হে উলংগ স্বদেশ- আজো আমি আমার হাসিমুখটাকে ঘৃনা করি আর তোমার উলংগ শরীর দেখে লজ্জা পাই।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।