আমাদের কথা খুঁজে নিন

   

সৃষ্টিকর্তার কৃপা

আমাদের যদি পাখা থাকতো স্রষ্টা যদি পাখা দিয়ে সৃষ্টি করতেন তাহলে এই ভূভাগে সীমান্ত থাকতোনা সারা পৃথিবীই দখলে থাকতো ওবামাদের্। মধ্যপ্রাচ্যের তেল আফ্রিকার হীরা আমাদের গ্যাস- আমাদের থাকতোনা; শুধু ভূভাগই রক্তে রঞ্জিত হতোনা- আকাশ, বৃক্ষ-ফুল সাজানো বাড়ি ওদের হিংস্র থাবায় লাল হয়ে যেত। যদি আমাদের পাখা থাকতো অভিধানে দূর্গম শব্দটি থাকতোনা আমাজানের গল্প শুনে আমাদের চোখ চকচক করতোনা- একটুও ভয় হতোনা জাগুয়ার সিংহ বা বাঘ দেখে; বরং বাঘ সিংহ, আমরাই ভয় পেতাম আমাদের দেখে- যদি পাখা থাকতো। যদি আমাদের পাখা থাকতো আমরা এভারেস্টের চূড়ায় চড়ে ইতিহাস সৃষ্টি করতাম না- গিনেস বুক থেকে মুছে যেত অনেক রেকর্ড; হয়তো ভয়ংকর নতুন রেকর্ড লিখা হতো যদি আমাদের পাখা থাকতো। হয়তো আমার প্রমিকাও আমার হতোনা আমাদের যদি পাখা থাকতো। বখাটেরা জানালার কার্নিশে দাড়িয়ে দেখতো আমাদের গোপন অভিসার- খুব সহজেই আমরা বাজ পাখির মতো ক্ষোপাটে দুষ্ট হিংস্র আরো নির্দয় হতাম; আমরা আমাদের বিশ্বাস করতাম না। আমাদের যদি পাখা থাকতো আমাদের দেশ বলে কোন কিছু থাকতোনা- থাকতোনা কোন পতাকা; আমরা ওবামাদের জ্বালায় দলে দলে পাড়ি জমাতাম সাহারা অথবা সাইবেরিয়ায়, সুন্দর উর্বর ভূমি দখলে থাকতো হিংস্রদের। যদি আমাদের পাখা থাকতো আমরা হিংস্রদের রাজত্বে পরাধীন থাকতাম- এই গ্রহ হতো হিংস্র পৃথিবী!

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার

এর পর.....

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.