আমাদের কথা খুঁজে নিন

   

মহান সৃষ্টিকর্তার অদ্ভুত সব সৃষ্টি!!!

১) Blobfish: এখন পর্যন্ত মানুষের দেখা সবচেয়ে বিরল আর অস্বাভাবিক প্রাণীদের একটি হল ব্লবফিস! এই আজব প্রাণীটি পাওয়া গিয়েছিল অস্ট্রেলিয়া আর তানজানিয়ার উপকূলীয় এলাকায় সমুদ্রের গভীরে। এরা সমুদ্রের মোটামুটি ৬০০ থেকে ১২০০মিটার গভীরে থাকে। শরীরটা কিছুটা জেলীর মত হওয়ার সমুদ্রতলে ভেসে বেরাতে কিংবা সাতার কাটতে এদের কোন বাড়তি শক্তি খরচ করতে হয়না। এরা বাঁচে কি খেয়ে? হুমমম...খাবার নিয়ে এরা তেমন নখরা করেননা, সমুদ্রতলে ভেসে বেড়ানোর সময় যা কিছু সামনে আসে এই মহাশয় নির্দিধায় তা পেটে পুরে নেন। কি কিউট দেখতে তাই না?? দেখছেন না কেমন ভাব নিয়ে তাকিয়ে আছে! ২) Axolotl: এরা স্যালামাণ্ডার ধরনের প্রাণী।

হুমমম...উনি টাইগার স্যালামাণ্ডার এর নিকট আত্মীয় হন। এদেরকে সাধারণত মেক্সিকোতে Xochimilco এবং Chalco নামের দুইটা লেকে দেখতে পাওয়া যায় যদিও এরা দিন দিন বিরল হয়ে যাচ্ছে! IUCN(International Union for Conservation of Nature) এদেরকে তাই রেড লিস্টে রেখেছে। কিন্তু পাজি মেক্সিকানরা খেয়ে খেয়ে এদেরকে খতম করে দিচ্ছে কারন মেক্সিকোর মার্কেটগুলোতে খাবার হিসেবে এদের বিক্রি করা হয়! ৩) Box Jellyfish: অস্ট্রেলিয়ান বক্স জেলিফিশ। সম্ভবত জেলিফিশের সব প্রজাতির মধ্যে সবচেয়ে সুন্দর। এটা অনেকটা স্বচ্ছ পর্দার মতো।

প্রায় ১৫ ফুট পর্যন্ত লম্বা হয়ে থাকে। সাগরে কখনো বক্স জেলিফিশ দেখলে কোনো কিছু না ভেবেই চোখ বন্ধ করে দিবেন দৌড় (ওহ্! দুঃখিত... সমুদ্রেতো দৌড়ানো যায়না!) দৌড়তে বললাম কারণ এটি 'পৃথিবীর সবচেয়ে বিষাক্ত প্রাণী' হিসেবে পরিচিত। একেকটি জেলিফিশে যে পরিমাণ বিষ থাকে তা ৬০ জন মানুষের মৃত্যুর জন্য যথেষ্ট!! বোঝেন তাহলে অবস্থা! : ৪) Hatchetfish: ভুতের মত দেখতে এই মাছটার নাম হ্যাচফিস। সাধারনত আটলান্টিক, প্রশান্ত আর ভারত মাহাসাগরে এদের পাওয়া যায়। এদের মুখের এই শিকারী ভাব কোন অংশেই হাঙ্গরের চেয়ে কম ভায়ংকর নয় কিন্তু খুশির খবর এই যে এরা হাঙ্গরের মত এত বড় হয়না।

এরা ৬ইঞ্চির চেয়ে বেশি বড় হয়না! এদের নিজেদের আত্মরক্ষার একটা অদ্ভুত কৌশল হল শত্রুকে ধোকা দেয়ার জন্য এরা একধরনের আলো উৎপন্ন করে যার মাধ্যমে এরা নিজেদেরকে অন্য শিকারী প্রাণী থেকে লুকিয়ে রাখতে পারে! মহান সৃষ্টিকর্তার আরেক অদ্ভুত সৃষ্টি হচ্ছে শিশুরা!!! God এর কাছে লেখা বাচ্চাদের মজার মজার সব চিঠি নিয়ে করা আমার আগের পোস্টটাও চাইলে দেখতে পারেন.... ভালো লাগবে নিশ্চয়ই... আজ এই পর্যন্তই। আপনাদের যদি ভালো লাগে তাহলে চলবে.... যারা কষ্ট করে পোস্টটা পড়েছেন তাদেরকে ধন্যবাদ..... আর যারা পড়েননি তাদেরকেও ধন্যবাদ!  ।

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার

এর পর.....

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.