আমাদের কথা খুঁজে নিন

   

নটরডেম কলেজ স্মৃতিকথন-১

হৃদয়ের কথা কহিয়া কহিয়া গাহিয়া গাহিয়া গান.... কলেজ পাশ করে বেরিয়েছি আজ নয় বছর। অনেকবার মনে হয়েছে কলেজকে নিয়ে কিছু লিখবো। লেখা হয়নি। কিছুদিন আগে ব্লগে একটি লেখা দেখে আবার সেই ইচ্ছাটা জেগে উঠলো। তাই এই লেখা।

শুরুকরা যাক কলেজের ক্লাশরুমের বাইরে উচ্চপরিমানে ক্লোরিন মেশানো নীল রঙের প্লাস্টিকের পাত্রে রাখা খাবার পানি দিয়ে। একটি প্লাস্টিকের গ্লাস ও আছে। প্রথমে বেখাপ্পা লাগলেও ধীরে ধীরে ওই পানির মজেজা বুঝলাম যখন টাইফয়েডে দুই সপ্তাহ অসুস্থ ছিলাম। পরে ওই পানি অমৃতের মত মনে হত। নটরডেম কলেজের ছেলেদের মেধা নিয়ে অনেকে অনেক কিছু লিখে কিন্তু তারা কখনো টয়লেটের দরজায় উত্কীর্ণ সাহিত্যকর্মের কথা লেখেনা।

এটা আমার একটা হতাশা। খুব সিম্পল কোনো ক্রিয়া-কর্মকে কিভাবে কতোভাবে যে সাহিত্য মন্ডিত করা যায় তা সেই কালের সাক্ষী দরজার লেখাগুলি না দেখতে বোঝা যাবে না । সদ্য মফস্সল শহর থেকে আশা একজন বালকের নিকট সেটা ছিলো জীবন্ত একটা লাইব্রেরী। আনন্দের আধার। কলেজের অনেকগুলি বাতিক্রমধর্মী কাজের মধ্যে যেটাকে আজকাল খুব বেশি ফিল করে সেটা হচ্ছে বার্ষিক ম্যাগাজিন ব্লু এন্ড গোল্ড এর কথা।

স্কুল বা ইউনিভার্সিটিতে পরলেও প্রাতিষ্ঠানিক ভাবে কোথাও সবারছবি যুক্ত কোনো প্রকাশনা পাইনি। আজকাল ফেসবুকে অনেকের সাথেই যোগাযোগ আছে তবুও মাঝে মাঝে ব্লু এন্ড গোল্ড এ খুঁজে ফিরি সেই সময়ের তাদেরকে। হই স্মৃতিকাতর। ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.