আমাদের কথা খুঁজে নিন

   

সাঁঝের আলোয় সুমেশ্বরী নদী

www.facebook.com/hamzathefighter প্রতাপাদীত্য সূর্যের পতনের মধ্য দিয়ে সাঙ্গ হয় দিনের কর্মব্যস্ততা।সাঁঝের আকাশে আবীরের রাগ যেন সেই বার্তাই বহন করে।আর তারই আবছায়ায় অপরূপ সাঁজে সজ্জিত হয় সুমেশ্বরী নদীর আবহ। নেত্রকোণা জেলার সুসং দূর্গাপুর উপজেলার বিরিশিরির বুক চিড়ে বেয়ে চলে শান্ত সুমেশ্বরী নদী।শীতের প্রকোপে ভাটা পড়েনি এ নদীর ঐশ্বর্যে ।বরং তার প্রাচুর্যে যোগ হয় এক অনন্য মাত্রা।বাংলার উত্তর-পূর্ব সীমান্ত ঘেঁষে জেগে ওঠা নদীটির দৃশ্যপট যেন কালে কালে ক্ষণে ক্ষণে বদলায়।এই শীতের আকাশে সাঁঝের স্নিগ্ধ আলোয় নদীর ঐশ্বরীয় রূপে মোহিত হবে যে কোন প্রকৃতিপ্রেমীর হৃদয়াঙ্গন। দিনের অন্তিম লগ্নে নদীর বক্ষ পরে ধীরলয়ে ছুটে চলা উদাস মাঝির কন্ঠে খেলা করে ভাওয়াইয়া গান।শৈশব থেকে পড়ে আসা আবহমান বাংলার রূপ কত সহজেই ধরা পড়ে এ নদীকে কেন্দ্র করে!প্রকৃতির সাথে একাকার হয়ে দর্শনার্থীর ঠোঁট দুটো হয়ত নড়ে উঠবে,"গান গেয়ে তরী বেয়ে কে আসে পারে!দেখে যেন মনে হয় চিনি উহারে.........".  

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।