আমাদের কথা খুঁজে নিন

   

সবার আমি ছাত্র[বেঙ্গগাতক] কবি সুনির্মল বসু এর নিকট ক্ষমা প্রাথনা পূর্বক।।

কারো জন্য বেশি ভেব না, কারো জন্য খারাপ থেকো না,কারো জন্য কষ্ট পেও না .। .। .অল্প কেঁদো কেমন । । আমরা সকলে হয়তো ক্লাস ৫ এ কবি সুনির্মল বসু লিখিত সবার আমি ছাত্র কবিতা টি ১ বার না ১বার হলে ও পড়েছি।

কবি যদি এখন বেঁচে থাকতেন তা হলে এমন কবিতা তার মাথায় আসতো কী না জানি না। আমার মাথায় আসলো তাই লিখলাম। কবি ক্ষমা করবেন। । সবার আমি ছাত্র হাসিনা আমায় শিক্ষা দিল উদার হতে ভাই রে, কর্মী হবার মন্ত্র আমি খালেদা আপার কাছে পাই রে।

মুজিব শিখায় তাহার সমান- হই যেন ভাই মন-মহান, জিয়ার উপদেশে- দিল-খোলা হই তাই রে। তারেক জিয়া আমায় মন্ত্রনা দেয় আপন তেজে জ্বলতে, যোগাযোগ মন্ত্রী আবুল শিখাল হাসতে মোরে, মধুর কথা বলতে। ইঙ্গিতে তার শিখায় এরশাদ- অন্তর হোক রত্ন-আকার; বাণিজ্য মন্ত্রী ফারুক খানের কাছে শিক্ষা পেলাম আপন বেগেচলতে। দেশের আম জনতার কাছে সহিঞ্চুতা পেলাম আমি শিক্ষা, আপন কাজে কঠোর হতে সাহারা খাতুন দিলও দীক্ষা। ইভা রহমান তার সহজ গানে, গান জাগাল আমর প্রানে; শ্যাম বনানী মতিয়া বেগেগম আমায় দিলো ইউরিয়া সার ভিক্ষা।

দেশজোড়া পাঠশালা মোর, সবার আমি ছাত্র, নানান ভাবে নতুন জিনিস শিখছি দিবারাত্র, এই দেশের রাজনিতির বিরাট খাতায়, পাঠ্য জে সব পাতায় পাতায় শিখছি সে সব কৌতুহলে, নেই দ্বিধা লেশমাত্র। ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.