আমাদের কথা খুঁজে নিন

   

সামুব্লগে আমার প্রিয়ব্লগারেরা-১০

"ব্লগকে সিরিয়াসলি নেবার কিছু নেই"...গরীব স্ক্রীপ্ট রাইটার কিছু লোক আমার প্রিয়ব্লগারদের নিয়ে লেখা পোস্টগুলোকে ফান পোস্ট ভেবে বসে আছেন। ব্যাপারটা খুবই দুঃখজনক। যাই হোক! আজকে যার কথা বলবো উনার ব্লগ প্রোফাইল পিকটা দেখে আমি আর আমার ছোটবোন বললাম, এই লোকটাকে আমাদের পাড়ায় দেখেছি মনে হয়! পাড়ার ছেলে পাড়ার ছেলে লাগে দেখতে! চানাও বললো হ্যা! কয়েকদিন পর জানলাম উনি আমাদের ভার্সিটির বায়োটেকের টিচার। মানে আমাদের খুলনার মানুষ পরে অবশ্য জানলাম সেই জনপ্রিয় শিক্ষক আর কেউ নন ব্লগার আসিফ আহমেদ এবং উনার বাসাও আমাদের পাড়াতেই ভাইয়া যখন কোরিয়াতে ছিলেন, তখন ব্লগে উনি কিছুদিন বেশ রেগুলার ছিলেন। বেশ কিছু সুন্দর কবিতা, ছোটগল্প, স্মৃতিকথা এবং ছবি ব্লগ তখন উনি প্রকাশ করেছিলেন।

ভার্সিটি লাইফে বাসের ড্রাইভার উনাকে বলেছিলেন একদিন, যেন ভার্সিটিতে প্রেম না করেন। ভার্সিটিতে প্রেম করেছিলেন এই লজ্জা উনাকে বহুদিন তাড়া করে বেড়িয়েছে ভাইয়া দেশে আসলেন যখন তখন আমার ভার্সিটি শেষ। একদিন ভাইয়ার সাথে দেখা করতে গেলাম ভার্সিটিতে। মজার ব্যাপার হলো ওইদিন উনাদের ডিসিপ্লিনের সাথে আমাদের ডিসিপ্লিনের ক্রিকেট ম্যাচ ছিল। এবং বরাবরের মত ওইদিন বিজিই আমাদের কাছে নাজেহাল ভাবে হেরেছিলো সেদিন আসিফ ভাইয়া কে বিভিন্ন কারণে শ্রদ্ধা করি।

উনি কখনোই বিতর্কিত কোন ব্যাপারে জড়ান নি ব্লগে। খবুই নিরীহ একজন ব্লগার ছিলেন যেটা উনার ব্লগের উপরেই লেখা আছে! উনি খুবই জনপ্রিয় শিক্ষক। এইটা আমি আমার বন্ধুরা যারা উনার স্টুডেন্ট ওদের কাছে শুনেছি। উনার জনপ্রিয়তা নিয়ে ২/৪ লাইন লেখার ইচ্ছা ছিল কিন্তু লিখলে উনি এই পোস্ট যদি পড়েন আমাকে বলবেন, বাজারে কি তেলের দাম কমে গেছে? উনার লেখা আমার একটা প্রিয় কবিতা, সেসব নারীরা ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।