আমাদের কথা খুঁজে নিন

   

সামুব্লগে আমার প্রিয়ব্লগারেরা-৩

"ব্লগকে সিরিয়াসলি নেবার কিছু নেই"...গরীব স্ক্রীপ্ট রাইটার আজকে যাকে নিয়ে লিখছি তার একটা ডায়ালগ আমার খু্বই পছন্দ, রাখো মিয়া! মুখের কথা কেড়ে নিয়ে রাখো মিয়া বললে প্রথম প্রথম বেশ মেজাজ খারাপ হতো! যাইহোক বেশ কয়দিন মেজাজ খারাপ হবার পর এই কাজটা অন্যদের সাথে করা শুরু করলাম। একবার আরেক ব্লগার ক্ষেপে গিয়েছিল, কি সারাক্ষণ রাখো মিয়া রাখো মিয়া করো! মেজাজ গরম হয়ে যায়! এরপর যখন বললাম, এটা উদাসী স্বপ্ন এর কাছে শেখা শুনে খুব মজা পেয়েছিল। উদাসীর কারণেই অনেকটা আমার ছোটবোন চানাচুর ছেলে নিকে মজা পেয়ে গিয়েছিল তাই ২বছর সে ছেলে সেজে ছিল। উদাসী চানাকে বাচ্চা ছেলে ভাবতো। উদাসীর দেখে সবাই চানাকে ছেলে ভাবা শুরু করলো।

চানাও আর কারো ভুল ভাঙ্গাতো না। উদাসীকে চানা বোনমিলস ডাকতো। এটা ছিল চানার মনের খেয়ালে রাখা নাম, এর কোন অর্থ নেই। এই নামটা ইংরেজি শব্দ ভেবে উদাসী বাসায় ৫টা নতুন ডিকশনারী কিনেও অর্থ উদ্ধার করতে না পেরে একদিন জিজ্ঞেস করলো, বোনমিলস মানে কি মিয়া? আমি বললাম এটার কোন মানে নেই। ও আমাকে বুনল্ডাস ডাকে এটার মত ওটারও কোন অর্থ নেই! সামুতে প্রথম গ্রুপ তৈরির প্রতিষ্ঠাতা সদস্য ছিল উদাসী।

প্রথম গ্রুপ ছিল বান্দর গ্রুপ। বান্দর গ্রুপ আমাকে দাওয়াত দেয় নি এই দুঃখ আমি আজও ভুলি নি বান্দর গ্রুপের সব মেম্বার আজ বান্দ্রামী করতে জঙ্গলে চলে গেছে! এইবার আমি উদাসীর ক্যাচালে উদাসীর ভূমিকা নিয়ে। কোন একটা যদি কোন পাট গোডাউনের পাশে আগুনের ফুলকি দেখে উদাসী তাহলে সে ওখানে ড্রাম ভর্তি কেরোসিন নিয়ে এসে পুরো পাট গোডাউনে আগুন লাগাবে। ক্যাচাল পোস্টটি যদি থাকে ১০০/১৫০ শব্দের উদাসীর কমেন্ট এক একটা হবে ৪/৫০০শব্দের! এই রকম কোন একটা ক্যাচালেই উদাসী বলেছিল তার সিভি ২২ পৃষ্ঠার! এ বিষয়ে যখন উদাসী কোন কথা বলতো তখন বলার স্টাইলটা ছিল অনেকটা এমন, দেখো মিয়া আমি ছিলাম আমার ক্লাসের ৫৮জনের মধ্যে ৫৬তম! আজ আমি কই আর … উদাসীর একটা লেখা আমার অনেক পছন্দের একটা ব্লগ লিখেই ফেলি সমাজ বদলের (ব্লগ লিখলেই সমাজ বদল হয় না) মাঝে বেশ কিছুদিন উদাসী ব্লগ থেকে পলাতক ছিল, এরপর যখন উদাসী ফিরে এসেছে তখন অনেক কিছুই বদলে গেছে। শুনেছি ব্লগিং থেকে উদাসী এখন তার সেই রোজনামচা ছেড়ে… পিচ্চিকালের ওস্তাদ গুজরান খা কে ছেড়ে ভালবাসা বিষয়ে ব্লগ লিখতে বেশি আগ্রহী হয়ে উঠেছে! ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।