আমাদের কথা খুঁজে নিন

   

সামুব্লগে আমার প্রিয়ব্লগারেরা-২

"ব্লগকে সিরিয়াসলি নেবার কিছু নেই"...গরীব স্ক্রীপ্ট রাইটার সে বহুদিন আগের কথা তখন ব্লগ বলতে সামু আর প‌্যাচালী ছিল। প‌্যাচালীতেও আবার প‌্যাচাল ছিল জামাতী পরিপূর্ণ তাই কেউ তেমন একটা যেতো না। সামুতেও তখন জামাতীদের সাথে সাধারণ ব্লগারদের মারমার কাটকাট অবস্থা চলতো! কর্তৃপক্ষ সবসময় বাংলা সিনেমার পুলিশের মত সবকাহিনী শেষে মুখদর্শন করতো। একসাথে সবগুলোকে জেলে ঢুকানোর মত ব্লক মারতো! এমনই এক থমথমে পরিবেশে আমরা খবর পেয়েছিলাম নতুন একটা ব্লগ আসছে। আমরাও সেই ব্লগের অপেক্ষা করছিলাম, এল আমুব্লগ।

ওখানে লোকালটক নামক এক ব্যক্তির প্রথম কিছুদিন বেশ জ্ঞানীপোস্ট আসতে লাগলো এবং বরাবরের মত এড়িয়ে যাওয়ায় অনেককিছু মিস করলাম। তবে মিস করতে চাইলেও মিস করা সম্ভব ছিল সেই ৫০০০০টাকার কান্না পোস্ট... নতুন ব্লগ যে কারণে দাঁড়ায় না (সামু-আমু ২ব্লগেই এই পোস্টটি ছিল) লোকমুখে শুনেছি উনার ৫০হাজার টাকা আমুব্লগ কর্তৃপক্ষ মেরে দিয়েছিল আর সেই দুঃখে উনি এই পোস্টটি লিখেছিলেন। উনি উনার একটা পোস্টে আমার ইমো ব্যবহার নিয়ে আপত্তি তুলেছিলেন। প্রকৃত ঘটনা ছিল উনি ইমোর ব্যবহার আজও শিখতে পারেন নি। উনি একজন ধোয়াটে মানুষ।

উনি আসলে কে বা কারা এটা নিয়ে অনেককেই দেখেছি ঘ্যান ঘ্যান করতে! অনেকের মতে উনি পল্টিবাজ লোক। কেউ কেউ উনাকে রেসিডেন্ট/ ভাড় এসব ডেকে থাকে। আমার অবশ্য উনি বেশ পছন্দের ব্লগার। উনি না অনেকেই যারা উনাকে পল্টিবাজ বলে থাকে তারা নিজেরা আয়না দেখে না বলেই আমার ধারণা। আর উনি কে বা কারা এটা জেনেই বা আমি কি করবো? জিলাপী খাওয়া কি সম্ভব?? যথেষ্ট বিনোদনমূলক পোস্ট দিয়ে উনি সামুব্লগের এই দুর্দিনে সাহায্য করে যাচ্ছেন।

উনার জন্য রইল শুভেচ্ছা পরের পর্বে প্রলয় হাসান নাকি উদাসী স্বপ্নকে নিয়ে লিখবো চিন্তিত ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।