আমাদের কথা খুঁজে নিন

   

খ্যাতি একটি অর্থহীন বিষয় : লিওনার্দো

‘কন্টাক্ট মিউজিক’ জানিয়েছে, লিওনার্দো জাঁকজমকপূর্ণ জীবন পছন্দ করেন না। আর তাই নিজের খ্যাতিকে তিনি কাজে লাগিয়েছেন তার ২০ কোটি ডলারের চ্যারিটিতে। 
লিওনার্দো বলেন, “আমি যে পরিমাণ অর্থ উপার্জন করেছি, তা দিয়ে আমি আমার পছন্দের কাজগুলো করতে পেরেছি; সর্বোপরি আমি সেই মানুষগুলোকে সাহায্য করতে পেরেছি, যাদের সাহায্য প্রয়োজন। আসলে এটাই হল বিত্তবান হবার সবচাইতে ভালো দিক।”
লিওনার্দো আরও বলেন, “জাঁকজমকপূর্ণ জীবনযাপন এবং শোবিজ থেকে দূরে থাকার কারণে তিনি একটি নৈতিক জীবনযাপন করতে পারেন।”
তিনি আরও বলেন, “এই শোবিজে কিছুদিন সময় কাটানোর পরই আপনি বুঝতে পারবেন খ্যাতি আসলে অর্থহীন একটি বিষয়। আমার জন্য বাস্তবজীবনের সঙ্গে মিশে থাকা জরুরি, একজন অভিনেতা হিসেবে এটা আমাকে সাহায্য করে। আমার নিজের কেনা কোনো জাহাজ নেই, কোনো প্রাইভেট জেটও নেই, এমন কিছুই নেই, যার দেখভাল করার জন্য আমার লোক লাগবে। আমি শুধুমাত্র মানুষের জন্য কিছু করতে চাই।”

সোর্স: http://bangla.bdnews24.com

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.