আমাদের কথা খুঁজে নিন

   

খ্যাতি? স্বীকৃতি? মৃত্যুর পর।

যে নিরপেক্ষ সে একা, যে একা নয় সে বিশুদ্ধ নিরপেক্ষ নয়। ১টি মানুষ নিহত হোলে পর অন্যরা তাকে মূল্যায়ন কত্তে বা স্বীকৃতি দিতে রাজি হয়, তার আগে নয়। হয়তো মানুষ জীবিত কারো প্রশংসা কত্তে ঈর্ষান্বিত হোয়ে পড়ে; আর মৃতের দিলখোলা প্রশংসা কত্তে রাজি হয় এ ভরসায় যে, সে তো আর কোনো প্রশংসা শুনতে পাবে না বা প্রশংসা পেয়ে তার আর কোনো লাভ হবে না, সে আর উপরে উঠতে পারবে না, মরেই যেহেতু গেছে তাকে এবার ১টু প্রশংসা দিয়ে দিই। দেখা গেছে ইতিহাসের অনেক বড় লোকজন, যারা মরার আগে তেমন পাত্তা পেত না, নিহত হওয়ার পর কিম্বা আত্মহত্যার পর বেশ পাত্তা পাচ্ছে, বিখ্যাত হোয়ে যাচ্ছে (বড় সমালোচকরা আত্মহত্যাকারীদের এমনিতেই অনেক জ্ঞানী মনে করে, তারা যে মানসিকভাবে ভারসাম্যহীন তা মনে করে না।), মরার পর খারাপ লোক 'খুবই ভালো' বোলে স্বীকৃতি পাচ্ছে, গাধা ছাত্র নিহত হোয়ে 'মেধাবী' হোয়ে যাচ্ছে।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.