আমাদের কথা খুঁজে নিন

   

খ্যাতি আয়ু কমায়!

পত্র-পত্রিকার পাতায় প্রকাশিত মৃত্যু-বিষয়ক খবরের ওপর চালানো এক বিশ্লেষণী ফলের ভিত্তিতে একথাই বলছেন অস্ট্রেলিয়ার গবেষকেরা। অস্ট্রেলিয়ার কুইন্সল্যান্ড ও নিউ সাউথ ওয়েলস বিশ্ববিদ্যালয়ের গবেষকেরা গবেষণাটি পরিচালনা করেন। ‘কিউজেএম: অ্যান ইন্টারন্যাশনাল জার্নাল অব মেডিসিন’ সাময়িকীতে এ গবেষণার ফল প্রকাশিত হয়েছে বলে জানিয়েছে বিবিসি। ২০০৯ থেকে ২০১১ সাল পর্যন্ত দু’বছরে ‘নিউইয়র্ক টাইমস’-এ প্রকাশিত প্রায় এক হাজার মৃত্যু-সংবাদ নিয়ে গবেষণা চালিয়ে গবেষকরা বলছেন, খ্যাতি বেশি হওয়ার সঙ্গে সঙ্গে আয়ুও কমতে থাকে। গান-বাজনা আর অভিনয়ে তারকাখ্যাতি পাওয়া ব্যক্তি ও খেলোয়াড়রা অন্যান্য সফল পেশাজীবীর চেয়ে স্বল্পায়ু হন। তাঁদের মধ্যে ক্যানসার, বিশেষ করে ফুসফুসে টিউমার বেশি দেখা যায়।গড়ে তারা বাঁচেন ৭৭ বছর। গবেষণায় আরো দেখা গেছে, খ্যাতিমান অভিনেতা, সঙ্গীতশিল্পী, খেলোয়াড়রা স্বল্পায়ু হলেও দীর্ঘায়ু হন খ্যাতিমান লেখক, কম্পোজার, শিল্পীরা (গড়ে ৭৯ বছর); আর ইতিহাসবিদ, অর্থনীতিবিদ, ব্যবসায়ী ও রাজনীতিবিদরা(গড়ে ৮২—৮৩ বছর)। তবে গবেষকরা বলছেন, স্বল্পায়ু নিয়ে করা এই গবেষণার ফল দিয়ে কোনো সিদ্ধান্তে পৌঁছা যায় না বা কোনো কিছু প্রমাণও হয় না, বরং খ্যাতির সঙ্গে স্বল্পায়ুর সম্পর্ক নিয়ে কৌতূহলদ্দীপক প্রশ্নের অবতারণা হয়।

সোর্স: http://bangla.bdnews24.com     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.