আমাদের কথা খুঁজে নিন

   

সকলের সমন্বিত উদ্দোগ দরকার বিষয়টা সমাধানের জন্য

অদ্ভুদ একটা সন্ধ্যা পার করলাম আমি। এম এ পরীক্ষা শেষে যশোর যাওয়ার জন্য ট্রেনে উঠব বলে বিমান বন্দর স্টেশনে আসলাম। যথারীতি আধাঘন্টা দেরিতে ট্রেন বিমান বন্দর স্টেশনে আসল। এর পর কাহিনীটা রীতিমতো ভয়াবহ। আমি একটা ব্যাগ পিছনে ঝোলান এবং আমার ল্যাপটপের ব্যাগ আমার হাতে।

এমন একটা অবস্থা যে আমি একা মানুষ কোন রকমে স্রোতে ভেসে ট্রেনে উঠলাম । পিছনের ব্যাগটা মানুষের টানাটানিতে গেল ছিড়ে। তার পর কোন রকমে সীটে আসলাম। আমার সাথে যিনি ছিলেন তিনি কোন রকমে উঠে টয়লেটের মধ্যে উঠে অনেক পরে আমার কাছে আসল্। এবার আমি যে আবেদন টা করতে চাই সকল ব্লগার ভাই এবং যথাযথ কতৃপক্ষের কাছে সেটা হলো আমরা কি প্রত্যেক বগি অনুযায়ি স্টেশনে এসে লাইনে দাড়াতে পারি না।

তার পর ট্রেন আসলে আগে যাত্রী নামবে তার পর লাইনে থাকা মানুষগুলো এক এক করে ট্রনে উঠবে। যতক্ষন পর্যন্ত একটা মানুষও বাকি থাকবে ততক্ষন পর্যন্ত ট্রেন ছাড়বে না্। আমি একটা ছেলে হয়ে যে কষ্ট দেখলাম তা অবর্ননীয়, তাহলে একটা মেয়ের জন্য এটা কতটা বিব্রতকর হতে পারে তা সহজেই অনুমেও। আমার মনে হয় শুধু একটা উদ্যোগ দরকার , আর সরকারের একটা ঘোষনা দরকার । হয়ত প্রথমে একটু সমস্যা হবে কিন্তু আস্তে আস্তে বিষয়টায় যখন মানুষ অভ্যস্ত হয়ে যাবে তখন বিষয়টা এতটাই সুন্দর হবে যে আর কারো ট্রনে উঠার জন্য জামা কাপড় টানা টানি এবং ব্যাগ ছিড়তে হবে না।

তাই আমি সকল ব্লগার ভাইদের বিষয়টা একটু বিবেচনা করার জন্য বিনীত অনুরোধ করছি। এ জন্য যে ব্লগার দের শক্তি আমার জানা আছে। আমরা যদি একতাবদ্ধ হতে পারি কোন বিষয়ে তাহলে যত কঠিন কাজ হোক না কেন তা হবেই। তাই জনস্বার্থে বিষয়টারে যথাযথ কর্তৃপক্ষের দৃষ্টি গোচর করার জন্য সকলকে আহ্বান জানাচ্ছি। সবার সুন্দর জীবনের কামনায় আজ এখানে/.................................. ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.