আমাদের কথা খুঁজে নিন

   

মোবাইলে বিবিসি বাংলা’র নিউজ শুনতে এবং মতামত জানাতে- 16262

বিবর্ণ জীবনে কয়েক ফোটা রং...... ৭০ বছর পূর্তি উদযাপন করেছে এখন বিবিসি বাংলা। এই ৭০ বছরে বিবিসি অনেকের অন্তরেই জায়গা করে নিয়েছে। ৭১ -এ আমাদের মহান মুক্তিযুদ্ধের সময় থেকেই এদেশে বিবিসির জনপ্রিয়তা তুঙ্গে। বিগত ৭০ বছরে বিবিসি জনগণের অনেক কাছে এসেছে। মোবাইল ফোনের মাধ্যমে এখন প্রতি ঘন্টায় বিবিসি বাংলার তরতাজা খবর পাওয়া যায়।

এছাড়া নিজ কন্ঠ এবং এসএমএস এর মাধ্যমেও মতামত দেয়া যায়। বাংলাদেশ থেকে বিবিসি'র সঙ্গে যোগাযোগের অদ্বিতীয় ব্যবস্থা হল 16262 নাম্বারটি। মোবাইল ফোনে এই 16262 নাম্বারটি ডায়াল করে আপনি সার্বক্ষণিক যোগাযোগ করতে পারেন বিবিসি'র সঙ্গে। প্রতি ঘন্টায় বিবিসি বাংলার তরতাজা খবর শুনতে যে কোন মোবাইল থেকে ডায়াল করুন 16262 নাম্বারে। কিভাবে মোবাইলের মাধ্যমে মতামত জানাবেন : আপনার মোবাইলের মেসেজ অপসনে গিয়ে লিখুন- BBC< স্পেস > আপনার নাম < স্পেস > আপনার মতামত ------ পাঠিয়ে দিন 16262 নাম্বারে।

আর আপনার নিজ কন্ঠে মতামত দিতে চাইলে আপনার মোবাইল থেকে ডায়াল করুন 16262 নাম্বারে। এছাড়াও গ্রামীণফোন ব্যবহারকারীরা 22000 ডায়াল করার পর 4 ডায়াল করেও বিবিসি বাংলা’র নিউজ শুনতে পারবেন। আশাকরি বিবিসি'র এই নতুন সেবা গুলো আপনাদের ভাল লাগবে।  ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.