আমাদের কথা খুঁজে নিন

   

শৃঙ্গার রসের সনেট

শাফিক আফতাব--- আঁধারে খলবল করে ওঠে খাঁচার যুগল মাছ, প্রাকৃতিক লাঙল গোপণ গহবর খোঁজে, মদের উত্তেজনায় রঙিন হয় সাদাকালো তাস, পৃথিবীর দীর্ঘতম সৈকত ঘুরে আসে চোখ বুঁেজ। পৃথিবীর কেন্দ্র থেকে উত্থিত হয় বৈলাম বৃ, গভীর খুঁজে খুঁজে পাতালে মাতাল হয় সে, শান্তি আসে দীর্ন করে মায়াবতী ব, গহবর থেকে সে পরে আলোগোছে উঠে আসে। গাঢ় আঁধারে মাটির গভীরে পুঁতে দেয় বীজদানা, ক্রমশ তা থেকে পালক ছাড়ে ; প্রাণ পায়, এক শাশ্বত কারিগর শিল্পদান করেন ষোল আনা, পৃথিবী ফলবতী হয় তার নিপুণ ভালোবাসায়। কামনার ভেতর নিয়ে আসো পৃথিবীর ধাবমান গতি ; তোমাতে আমাতে তাই প্রেয়সী এত ওগো সম্প্রীতি। ০২.০৪.২০১৩


এর পর.....

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।