আমাদের কথা খুঁজে নিন

   

আমাদের কি সত্যিই হ্যাডম নেই? চল্লিশ বছর আগে তো ছিলো.!!

অ আ কলকাতায় এবার গিয়ে যা দেখলাম নিজের চোখে, ভারতীয় রাষ্ট্রযন্ত্র বাংলাদেশের প্রতি এক ধরনের তাচ্ছিল্যের মনোভাব নিয়ে বসে থাকে, হতে পারে আমাদের উদ্ভট আচরন তার পেছনে আছে, কিন্তু সেই তাচ্ছিল্য যখন এমন ধরনের অমানবিক এবং বিচার ছাড়াই 'শাস্তি'তে পর্যবসিত হয়, তখন কয়েকটা বিএসফ ধরে এনে জামাতীদের হাতে ছেড়ে দিতে ইচ্ছে করে। রাষ্ট্র হিসেবে আমরা যদিওবা কিছুটা সফল, জাতি হিসেবে পুরোই অসফল.. আমাদের প্রথান আয় জনশক্তি রপ্তানী, যার মানে হলো মিলিয়ন পুরুষ বছরের পর বছর অমানবিক গাধা-খাটনি-খাটা জীবন ধারন করে যাবে পরিবার ছাড়াই। এমন রাষ্ট্রকে কে ই বা সন্মান করবে, যে রাষ্ট্র নিজের নাগরিকদের একটা সন্মানজনক জীবনের ব্যবস্থা করতে পারে নাই। আমরা নিজেদের যতোই অসাম্প্রদায়িক ও ধর্মনিরপেক্ষ ভাবি না কেন, সেটা উটপাখির স্বপ্নই। ইস্লামিস্ট লবি আর তাদের বিশ্বজোড়া মিডিয়া নেটোয়ার্ক ব্যবহার করে আমাদেরকে, মানে বাংলাদেশকে পরিচয় করিয়ে দিয়েছে বিশ্বে একটা উদীয়মান মুসলিম রাষ্ট্র হিসেবে, মানুষের রাষ্ট্র নয়, মুসলিম রাষ্ট্র, আর তাই আমাদের দেখা হয় জঙ্গীবাদের উৎকৃষ্ট খামার হিসেবে। জাতি হিসেবে আমরা যে পরিমান 'ডিস-অর্গানাইজড' আইনের প্রতি অ-শ্রদ্ধাশীল, (ফেসবুকচারী আপনার আমার কথা বলছি না, বাকি ৯৫ ভাগ বাংলাদেশীর কথা বলছি ) তাতে বহিবিশ্বে আমাদের কোনো সন্মান না থাকারই কথা। সেই ৯৫ ভাগেরও দোষ নেই, কারন সভ্যতার পথে এগিয়ে যাওয়া শিখি না আমরা, পরকালে ভালো হোটেল রূম পেতে হলে কি করতে হবে, তাতেই আমরা পার্থিবতা নষ্ট করি। আর বি এস এফের 'জাওয়ান' নামের জানোয়ারগুলি'র আচরন তখনই নিয়ন্ত্রনে আসবে, যখন জাতি হিসেবে আমাদের প্রতি তাদের সন্মান ও সমীহ ও কোনো কোনো ক্ষেত্রে ভয় থাকবে। বছর কয়েক আগে বিডিআরের যে সাহসী দলটি বিএছেফকে নাকানিচুবানি খাইয়েছিলো তাকে আমরা অসন্মান করেছি বলেই মনে পড়ে। এখন ভারতীয় চাপে পড়ে দেশপ্রেমিক সীমান্ত প্রহরীদের যদি এমন অপমান সইতে হয়, তাহলে কিভাবে আমরা সমীহ আদায় করবো ভারতীয়দের কাছ থেকে? এয়ারটেল সিম বন্ধ রেখে? পুরো 'অসহায়' ও করুন একটা আচরন... আমাদের কি সত্যিই বিচি নেই? চল্লিশ বছর আগে তো ছিলো.!!

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।