আমাদের কথা খুঁজে নিন

   

সত্যিই কি কোন ভাল সংবাদ নেই?



ঘুম থেকে উঠে পত্রিকা পাড়া আমার বহু দিনের অভ্যাস। সেই ছোট বেলা থেকেই এই অভ্যাস টা গড়ে উঠেছে। আর এর পুরো কৃতিত্বটাই আমার বাবার । আমি যখন ক্লাস সিক্স এ পড়ি তখন থেকেই আব্বা হাতে পত্রিকা দিয়ে বলতেন "পড়- আমি শুনি" । এ ভাবেই শুরু।

এখন অবস্থা এমন হয়েছে যে সকাল বেলা নাস্তা না হলে চলে কিন্তু পত্রিকা না হলে চলে না। পত্রিকার চোখ না বুলালে মনে হয় কি যেন একটা অসম্পূর্ন রয়ে গেল। যথরীতি আজও পত্রিকার পাতায় চোখ বুলাতে গিয়ে নিজেদের কেমন যেন হাসপাতালের ডোম মনে হোল। হাসপাতালের ডোম, ডাক্তার যারা প্রতিনিয়ত লাশ নিয়ে কাটা ছেড়া করেন তাদের আর আমাদের মাঝে বিরাট একটা মিল খুজে পেলাম। তাদের যেমন লাশ, রক্ত দেখতে দেখতে অনুভূতি গুলো ভোঁতা হয়ে গেছে আমাদেরও কিছূ অনুভূতি সেইরকম ভোতা হয়ে গেছে।

পত্রিকার পাতা খুলে যতগুলো খবর চোখে পড়ে তার একটি খবরও "ভাল" খবরের তালিকায় পারে না। পুলিশ কর্মকর্তা খুন, মধ্যপ্রাচ্যে শ্রমবাজার হারাচ্ছে বাংলাদেশ, ছাত্রলীগের শিক্ষকদের গাড়ী ভাংচুর, ইভটিজিং, শিশু ধর্ষণ এমন হাজারো দুঃসংবাদে ভরপুর পত্রিকা। মাঝে মাঝে সংবাদ গুলো দেখে সংবাদপত্রকে সংবাদপত্র না বলে "দুঃসংবাদপত্র" বলতে ইচ্ছে হয়। সত্যিই কিছু দেশে ভাল কোন খবর নেই। সকালে ঘুম থেকে উঠে এমন কিছু খবর দেখতে মন চায় যে খবর দেখলে গর্বে বুকটা ভরে যাবে।

খুশিতে চোখের কোনায় অশ্রু জমা হবে। ধর্ষণ নয়- কোন এক যুবক মৃত্যুর হাত থেখে বাচিয়েছে এক শিশুকে, ইভটিজিং নয়- কয়েক তরুণ জীবন বাজি রেখে ছিনতাই এর হাত থেকে বাচিয়েছে তরুনীকে, বিদেশে বাংলাদেশের শ্রম বাজার ৩গুন বড় হচ্ছে, এসিড নিক্ষেপ না- একজন পুরুষ আগুন থেকে বাচিয়েছে কোন এক নারীকে.................... আরো কত ভাবনা। কিন্তু কই, প্রতিদিন ডোম হয়ে শত শত লাশের ব্যবচ্ছেদ দেখতে দেখতে হাপিয়ে উঠেছি। প্রতিদিন অনূভূতি গুলো একটু একটু করে ভোতা হয়ে যাচ্ছে। কিছু দিন পরে হয়তো এমন মনে হবে যে - এটা কোন ব্যাপার না, এটাই তো স্বাভাবিক।

প্রতিদিন এই সংবাদগুলো দেখতে দেখতে শিশুরা কিভাবে মানুষ হচ্ছে? তাদের মনের উপর এই সংবাদগুলো কেমন প্রভাব ফেলছে, সেটা কি আমরা ভেবে দেখছি? খারাপ সংবাদে দেশ জর্জরিত সত্য। কিন্তু প্রতিদিন কি হেডলাইন করার মত একটি ভাল সংবাদ আমাদের দেশে নেই? সত্যিই কি নেই? নাকি ভাল খবর হেডলাইন করতে সাংবাদিকদের অনিহা? কোনটা? ঠিক বুঝতে পারি না। শুধু এইটুকু বুঝি একটি নীল বেদনা দংশন করে যাচ্ছে আমাকে প্রতিটি দিন, ক্ষুদ্র থেকে ক্ষুদ্রকায় হয়ে যাচ্ছি নিজের কাছে নিজে। আর একটি ভাবনা শুধু তাড়িত করে বেড়ায় যে আমরা এমন একটি জাতি যারা প্রতিদিন একটি ভাল সংবাদের জন্ম দিতে পারি না।


অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।