আমাদের কথা খুঁজে নিন

   

সত্যিই পারছিনা.........

সমস্ত প্রাগ কথন,,অনির্ধারিত কিছু শব্দ.. আমি আর লিখতে পারছি না, সমস্ত ঘন বরষা, হিম শিতল তুষার আগ্নি, গ্লসিয়াস ফুলের সমস্ত মধু পিন্জর, শুকিয়ে গেছে ;সয়লাব হয়ে গেছে পার্থিব জীবন। আমি ভাবতে পারছিনা অনেক কাল; আজীবন ধরে ললাটে রাখা বন্ধুত্ব গুলো, হাওয়ায় মিলিয়ে যায় ডাগর চোখ, ঝরের আগেকার সেই বৃষ্টি ধুলো। আমি আর ভাসতে পারিনা মেঘের জলে, নোনা জলে কেরে যায় ভাবনার জালে, উপত্যাকা গুলোও শুকিয়ে যায় , মন মরে যায় অস্তাচলে ;ফিরে যায় মন ভ্রমরা। আমি আর সত্যিই পড়তে পারছিনা, চোখের রেটিনা গুলো ক্লান্ত প্রায়, হিসেব নিকেশের শান বাঁধানো বইয়ে আটকে থাকে সমস্ত পাপড়ি আচল ঢাকা। সুন্দরের অচিন দুপুরে খুইয়ে এসেছি বিবেক, পাহাড়ি রাস্তায় খড় স্রোতে শুকানো ডালে আটকে থাকে মৃত প্রায় হৃদ পিন্ড; আমি নি:শ্বাস নিতে পারছিনা সত্যিই পারছিনা... হেনিকেনের গোপন শুরায় রক্ত ভ্রমন হয়না্ আজ মস্তিস্কে; ভেতরের খুলি গুলো উল্টে দেখ সেখানে বসত গেরেছে অর্থের হাহাকার। আমি আজ সত্যিই ক্লান্ত ,বড় বেশি ক্লান্ত। আড়ালে আবডালে ঘুরে বেড়াই সমাজের নোনা স্রোতে, মানুষের দু:খে আমি আর কাঁদিনা সত্যি কাঁদিনা; মন টা যে ভিসন রকম পচে গেছে আঙিনার বাইরে আমি আজ সত্যিই লিখতে পারছিনা ; একদিকে সম্রাজ্যবাদ আর অর্থের কারাকারি, প্রেম আর জং ধরা মরিচিকা প্রায়সম কাছাকাছি হৃদয়ের ডামি তৈরি হয় স্কটিশের কারখানা.. ফিরে এসো সুন্দর ফিরে এসো, ফিরে এসো সোঁদা মাখা সকাল, তাঁর চোখের পাপড়ি নিশ্পাপ নি:শ্বাস ফিরে এস, আমি যে আর পারছিনা সত্যিই পারছিনা........... অতপর সুহিনের দেয়া শেষ সিগারেট টাও শেষ.............................

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।