আমাদের কথা খুঁজে নিন

   

উইকিপিডিয়ায় এক দিনের 'হরতাল'

বিনামূল্যের অনলাইন বিশ্বকোষ উইকিপিডিয়া ১৮ জানুয়ারি বুধবার একদিনের জন্য বন্ধ থাকবে। উইকিপিডিয়া প্রতিষ্ঠাতা জিমি ওয়েলেস স্টপ অনলাইন পাইরেসি অ্যাক্ট (সোপা) এবং প্রটেক্ট আইপি অ্যাক্ট (পিপা)-এর প্রতিবাদ করতে একদিন সাইটটি বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছেন। খবর ম্যাশএবল-এর। জিমি ওয়েলেস একাধিক টুইট করে প্রতিবাদ হিসেবে উইকিপিডিয়া বন্ধ রাখার কথা জানিয়েছেন। কয়েকমাস ধরেই সোপা বিল নিয়ে যুক্তরাষ্ট্রের সিনেটে বিতর্ক চলছে।

এ বিলটির পক্ষে এবং বিপক্ষে অবস্থান নিয়েছে অনেক টেক জায়ান্ট। এ বিলটির মাধ্যমে যুক্তরাষ্ট্র ডিএনএস লেভেলে ওয়েবসাইট ব্লক করে দেয়াসহ বিভিন্ন বিধিনিষেধ আরোপ করতে সক্ষম হবে। এদিকে, গুগল এবং ফেইসবুকের মতো জায়ান্টদের ভাষ্য, সোপা বিল কার্যকর হলে উদ্ভাবন এবং বাকস্বাধীনতা বাধাগ্রস্ত হবে। সোপার বিরোধিতা করতে তাই উইকিপিডিয়া বন্ধ রাখছেন জিমি ওয়েলেস। এই প্রতিরোধে উইকিপিডিয়ার সঙ্গে যোগ দিচ্ছে আরো দশটিরও বেশি সাইট।

এ সাইটগুলোর মধ্যে রয়েছে, রেডিট, চিজবার্গার নেটওয়ার্ক, ললক্যাট মিমিস, বোয়িংবোয়িং, ক্রেইগসলিস্ট, মজিলা, মাইনক্রাফট। এ সাইটগুলোর সঙ্গে গুগল এবং ফেইসবুকও যোগ দিতে পারে বলেই ধারণা করছেন প্রযুক্তিবিশ্লেষকরা। ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.