আমাদের কথা খুঁজে নিন

   

বাংলা উইকিপিডিয়ায় লিখুন



বাংলা উইকিপিডিয়ায় লিখুন। বার্তাটি অনুরোধ হিসেবে দেখতে পারেন। তবে আমি আপনাদের এ ব্যাপারটায় অনুরোধ করবো না। কারন বাংলা ভাষী যে কারও কর্তব্য তার নিজের মায়ের ভাষার জন্য সাধ্যের মধ্যে কিছু করার। কর্তব্যের ব্যপারে অনুরোধ মানায় না।

আমি মনে করি আপনারা যারা সবাই এখানে ব্লগ লিখেন এবং পড়েন সবার বাংলা লেখার ও পড়ার সাধ্য আছে। তাহলে কেন আমাদের সাধ্যের মধ্যে থাকা কর্তব্যটা পালন করবো না? বাংলা উইকিপিডিয়ার উদ্দেশ্য হল বাংলা ভাষীদের একটি উন্নতমানের বিশ্বকোষ উপহার দেওয়া। যা থেকে ধর্ম বর্ণ নির্বিশেষে সকল বাংলাভাষী স্বল্পমূল্যে এই জ্ঞান ভান্ডার ব্যবহার করতে পারেন। কিন্তু এ জ্ঞান ভান্ডার কারা গড়ে তুলবে? আমাদেরই এগিয়ে আসতে হবে এ জ্ঞান ভান্ডার কে বড় করার। আমরা যারা ইন্টারনেট ব্যবহার করি তাদেই প্রথম এগিয়ে আসতে হবে।

এ ভান্ডারে সব রকম তথ্যে সমাহার থাকবে। কিন্তু তা থাকতে হলে অবশ্যই সব রকম সব পেশার লোক জড়িত থাকতে হবে এ কাজের সাথে। এ ভান্ডার গড়তে যেমন দরকার সাহিত্যিকের তেমনি দরকার ইতিহাসবিদ, পদার্থবিদ, রসায়নবিদ, ডাক্তার, শিক্ষক, সাংবাদিক, ফটোগ্রাফার, শিল্পী...সব রকম পেশার লোক। যার যার স্থান থেকে তার নিজ জ্ঞান দিয়ে এই জ্ঞান ভান্ডারকে সমৃদ্ধ করতে হবে। যাতে আগামী প্রজন্মের কাছে বাংলাভাষা সহজলভ্য হয় এবং বাংলা ভাষার এ জ্ঞানে সমৃদ্ধ হয়ে সমৃদ্ধশালী এক জাতি গড়তে পারে।

বাংলা উইকিপিডিয়ায় লেখার জন্য কোন বিশেষ কোর্সের দরকার হয় না। শুধু খেয়াল রাখতে হবে যাতে কোন বই বা সাইট থেকে হুবুহু লেখা যোগ করে না দেই। আপনি নিজের ভাষায় লেখাগুলোকে সম্পাদনা করে উইকিপিডিয়াতে দিতে পারেন, তাতে কারও কিছু বলার নাই। আর লেখার স্টাইল আর বাক্যগঠন নিয়ে চিন্তা করছেন, এর জন্য আছি আমরা যারা উইকিপিডিয়ায় লিখতে অভিজ্ঞ। আমরা আপনার লেখাকে সব রকম সম্পাদনা করে উইকিপিডিয়ায় সংরক্ষণ করবো।

যেকোন সাহায্যের জন্য আমরা সবসময় আপনার পাশেই থাকবো। বাংলা ভাষাকে এবং বাংলা ভাষায় জ্ঞানার্জনের সুযোগকে ভবিষ্যত প্রজন্মের কাছে সহজলোভ্য করতে আসুন বাংলা উইকিপিডিয়াতে লিখি। দেশ ও মাতৃভাষার স্বার্থে নিজের সাধ্যের মধ্যে এটুকুতো আমরা করতে পারি। বাংলা উইকিপিডিয়ার ঠিকানাঃ http://bn.wikipedia.org যেকোন সাহায্যের গ্রুপে জন্য যোগ দিতে পারেনঃ Click This Link

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.