আমাদের কথা খুঁজে নিন

   

জেনে নিন কিভাবে উইকিপিডিয়ায় রেফারেন্স যোগ করবেন।

"লেখা কম, পড়া বেশি" ব্লগার
উইকিপিডিয়া হল বিশ্বের সবচেয়ে বড় বিশ্বকোষ। এটি একটি মুক্ত বিশ্বকোষ, যার অর্থ হল যে কেউ এই বিশ্বকোষে লিখতে পারে। তবে মনে করার কোন কারন নেই যে কোথাকার কোন যদু-মধু হাবিজাবি কিসব লিখে রাখবে, সেটা কোন কাজেই আসবেনা। উইকিপিডিয়া নিয়ে এমন ভাবার কোন সুযোগ নেই। কারন উইকিপিডিয়াতে লিখতে হলে আপনাকে একটি নির্দিষ্ট মান বজায় রাখতে হয়।

আপনার মনে যা আসল, আপনি তা লিখে দিলেন, এমন কাজ উইকিপিডিয়াতে করা যায় না। উইকিপিডিয়াতে আপনার দেওয়া সেই তথ্যই স্থান পাবে, যা কোন বস্তুনিষ্ঠ উৎস থেকে নেওয়া হবে। আপনাকে তথ্য সরবরাহের পাশাপাশি তথ্যের উৎসও উইকিপিডিয়াতে লিখে দিতে হবে। পরবর্তীতে অন্য কোন উইকিপিডিয়ান সেই উৎসের সাথে উইকিতে দেওয়া আপনার তথ্য মিলিয়ে দেখবেন দুইটির মধ্যে মিলআছে কিনা । যদি সব ঠিক থাকে, তবেই আপনার তথ্য উইকিতে স্থান পাবে, অন্যথায় আপনার যোগ করা তথ্য উইকিপিডিয়া থেকে মুছেফেলা হবে।

যদি আপনি মূল উৎস থেকে একেবারে হুবহু কপি করে উইকিতে লেখা দিয়ে থাকেন, তবে সেটাও মুছে দেওয়া হবে। এভাবেই উইকিপিডিয়ায় নিবন্ধের মান ঠিক রাখা হয়। আর সেজন্যই বিশ্ব জুড়ে লক্ষ লক্ষ মানুষ নির্ভরতার সাথে নিয়মিত উইকিপিডিয়া থেকে প্রয়োজন অনুযায়ী তথ্য নিচ্ছেন। সুতরাং বুঝতেই পারছেন উইকিপিডিয়াতে লেখার সময় রেফারেন্স বা তথ্যসূত্র যুক্ত করা কতটা জরুরি। অনেক খেটেখুটে লেখা একটা নিবন্ধ উইকিপিডিয়া থেকে মুছে যেতে পারে শুধু মাত্র রেফারেন্স বা তথ্যসূত্রের অভাবে।

অনেকেই বিষয়টাকে খুব জটিল মনে করেন এবং উইকিপিডিয়ায় লিখতে ভয় পান। আসলে উইকিতে রেফারেন্স দেওয়া খুবই সহজ কাজ। আজকে এই বিষয়টা নিয়ে লেখার চেষ্টা করছি। এই লেখায় যে ছবিগুলো দেওয়া হল, সেগুলো বড় এবং স্পষ্ট করে দেখতে ছবির নিচেই একটি করে লিংক দেওয়া হল। সেখানে ক্লিক করলে ছবিগুলো বড় এবং স্পষ্ট করে দেখতে পাবেন।

আমি এখানে উইকিপিডিয়ার বাংলা সংস্করণে রেফারেন্স যোগ করা দেখাচ্ছি, ঠিক একই ভাবে উইকিপিডিয়ার ইংরেজী সংস্করণেও রেফারেন্স সংযোজন করা যায়। ---------------------------------------------------------- প্রথমে আপনি যে নিবন্ধটিতে তথ্যসূত্র যোগ করতে চান, সেটাতে যান। এরপর নিবন্ধটির উপরের দিকে "সম্পাদনা" বোতাম চাপুন। এখানে উদাহরন স্বরূপ আখতারুজ্জামান ইলিয়াস এর নিবন্ধটিতে যাচ্ছি। ১. এরপর কোন প্যারার নিচে সেই প্যারাতে যে তথ্য দেওয়া আছে, তার উৎস বা রেফারেন্স দিতে প্যারাটির শেষে মাউসের কারসর রাখুন।

Click This Link ২. এবার লেখার বাক্সের উপরে সম্পাদনা টুলবারে বইয়ের মত একটা ছবি আছে, সেটাতে ক্লিক করুন। Click This Link ৩. তাহলে নিচের মত একটি বাক্স আসবে। সেখানে প্রয়োজনীয় তথ্যাদি পূরণ করুন। (আমি উদাহরন স্বরূপ এই তথ্যগুলো দিয়েছি। ) তারপর যোগকর বোতাম চাপুন।

Click This Link ৪. তাহলে নিচের অংশটি মূল লেখায় যুক্ত হবে। Click This Link ৫. এখন নিবন্ধের শেষের দিকে ==তথ্যসূত্র== {{Reflist}} লিখুন। মনে রাখবেন এই লেখা বারবার লিখতে হবেনা। প্রতি নিবন্ধে একবার লিখলেই চলবে। Click This Link ৬. এবার লেখার বাক্সের নিচে “প্রাকদর্শণ” বোতামটি চাপুন।

Click This Link ৭. এখন আপনি তথ্যসূত্র যোগকরার পর লেখাটি কেমন হল তা দেখতে পাবেন। Click This Link একইভাবে অন্য প্যারাগুলোতেও তথ্য সূত্র যোগ করুন। সবকিছু ঠিক থাকলে সব শেষে “সংরক্ষণ” বোতাম চেপে সেভ করুন। একবার করেই দেখুন, সহজ লাগবে। আর একটা কথা, উইকিপিডিয়ার নতুন ইন্টারফেসে সুন্দর করে সম্পাদনার নিয়মকানুন উদাহরন সহ দেওয়া হয়েছে।

উইকির সম্পাদনা পাতার উপরের দিকে “সহায়িকা” তে ক্লিক করলেই সেগুলো দেখতে পাবেন। নিচের ছবিতে দেখুন। Click This Link এর আগেও রেফারেন্স সংযোজন নিয়ে একটা লেখা লিখেছিলাম। সেটা মনে হয় একটু কঠিন করে লেখা হয়ে গিয়েছে। তবুও দেখতে পারেন।

লিংক হল-- উইকিপিডিয়াতে লেখা সাজাবার সহজ উপায়-(পর্ব-৪) আরও প্রয়োজনে নিচের লিংকগুলো দেখতে পারেন- *পূর্ণাঙ্গ সহায়িকা *উইকিপিডিয়াতে লেখা সাজাবার সহজ উপায়- (পর্ব-১) (পর্ব-২) (পর্ব-৩) *বাংলা উইকিপিডিয়া-তে কাজ করার জন্য প্রয়োজনীয় সব সফটঅয়্যার এক পাতায়। তবুও দয়া করে বাংলা উইকি তে কাজ করুন। *”উইকিপিডিয়া ত্বরিত সহায়িকা” নামিয়ে নিন। *বাংলা উইকিপিডিয়ায় কোন সমস্যায় পড়লে কি করবেন?
 

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.