আমাদের কথা খুঁজে নিন

   

মীরাক্কেলের চূড়ান্ত পর্বে চার বাংলাদেশি

ভারতের জি বাংলার জনপ্রিয় টিভি অনুষ্ঠান মীরাক্কেল আক্কেল চ্যালেঞ্জার্স ৬-এর এখন চলছে চূড়ান্ত পর্বের অনুষ্ঠান। প্রতিযোগিতায় এখন লড়ছেন মোট নয়জন। এর মধ্যে বাংলাদেশেরই আছেন চারজন। আবু হেনা রনি, ইশতিয়াক নাসের, আনোয়ারুল আলম সজল ও মো. জামিল হোসেন—এখন রয়েছেন দর্শকের আগ্রহের কেন্দ্রবিন্দুতে। ৭ জানুয়ারি এই চার প্রতিযোগী বাংলাদেশে এসেছেন।

এর মধ্যে জামিল ছাড়া অন্য সবাই দেশে ফিরেছেন দীর্ঘ সাত মাস পর। গতকাল সোমবার মীরাক্কেল প্রসঙ্গে তাঁরা জানিয়েছেন, প্রথম যখন মীরাক্কেলে নাম লেখান তাঁরা, তখন তাঁদের ভাবনায়ও ছিল না যে তাঁরা এত দূর আসতে পারবেন। তাঁদের ইচ্ছা ছিল মাত্র একটি পর্বে অংশ নেওয়ার। এরপরের গল্প তো সবারই জানা। এখন চূড়ান্ত পর্বের নয়জন প্রতিযোগীর মধ্যে চারজনই বাংলাদেশের।

উল্লেখ্য, ভারতের ১৬ জন ও বাংলাদেশের ১৪ জন, মোট ৩০ জন প্রতিযোগী নিয়ে শুরু হয়েছিল মীরাক্কেলের এবারের আয়োজনটি। মীরাক্কেলের চূড়ান্ত পর্বে উঠেছেন বাংলাদেশের চার প্রতিযোগী। এখন চলছে এসএমএস রাউন্ড। বাংলাদেশ থেকেও যে কেউ এসএমএস করতে পারবেন। যেকোনো মুঠোফোন থেকে ২২৩৩ এই নম্বরে এসএমএস করে ভোট দিতে পারবেন আগ্রহীরা।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.