আমাদের কথা খুঁজে নিন

   

জীবনের কি মূল্য

অতি সাধারণ চোখ ভরা স্বপ্ন স্বপ্ন দেখি ভাল কিছু করার। লেখালেখি করার চেষ্টা করি তবে ভাল ভাবে পারি না । তবে চেষ্টা চালিয়ে যাচ্ছি। আজ হতে বহু দিন পরে যখন থাকবেনা এই ধরাতে, এমন কি রেখে যাবে আজ তখন তোমায় মনে করাতে। পৃথিবীতে আছে কতশত মানুষ কত এসেছে কত গেছে চলে, আজ দেখ পৃথিবীর মানুষ কয় জনের কথা বলে । নিজেকে তুমি বড় মনে কর নাই কেউ তোমার সমতুল্য, তুমি চলে গেলে সব শেষ বল কি আছে তার মূল্য। নিজের জন্য করেছ অনেক এবার মানুষের জন্য কর, সবাই তোমায় মনে রাখবে তুমি মরে যাবার পর। নিজের এই ক্ষুদ্র জীবন যদি বিলিয়ে দাও মানুষের তরে, মহা মানবদের নামের পাশে তোমার নাম থাকবে স্বর্ণাক্ষরে।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.