আমাদের কথা খুঁজে নিন

   

প্রথম বাংলাদেশি হিসেবে টেস্ট আম্পায়ারিংয়ে এনামুল হক

ভাবনারা মাথার ভিতর অবিরত তুলছে ঢেউ প্রথম বাংলাদেশি হিসেবে ক্রিকেটের অভিজাত ফরম্যাট টেস্ট ক্রিকেটে আম্পায়ারিং করার সুযোগ পেলেন এনামুল হক মনি। ২৬ জানুয়ারি নেপিয়ারে স্বাগতিক নিউজিল্যান্ড এবং জিম্বাবুয়ের মধ্যকার টেস্টটিতে ফিল্ড আম্পায়ার হিসেবে দায়িত্ব পালন করবেন তিনি। অবশ্যই খবরটি খুশি হওয়ার মতো। কারণ এতে কোনো সন্দেহ নেই। বাংলাদেশের ক্রিকেট যে ক্রমেই উন্নতির পথে রয়েছে, তারই ধারাবাহিকতায় এসেছে এ সাফল্য।

একই সঙ্গে আইসিসির প্যানেলভুক্ত আম্পায়ারের মর্যদা পেতে যাচ্ছেন জাতীয় দলের সাবেক এ ক্রিকেটার। ২০০৩ সালে ক্রিকেট খেলা ছেড়ে আম্পায়ারিংকে পেশা হিসেবে বেছে নিয়েছেন এনামুল হক মনি। কাজেই ধাপে ধাপে আম্পায়ারিং সংশিস্নষ্ট সব ধরনের পেশাদারিত্ব প্রশিৰণই তিনি তার ঝুলিতে পুরেছিলেন। আর মাঠে দাঁড়িয়ে একে একে খেলা পরিচালনা করেছেন ৩৬টি একদিনের আনত্দর্জাতিক ম্যাচ। পাশাপাশি তিনটি আনত্দর্জাতিক টি২০ ম্যাচও।

প্রথম শ্রেণীর ক্রিকেটে আম্পায়ারিং তো করছেন অনেক দিন ধরেই। বাকি ছিল কেবল টেস্ট ম্যাচটি। অবশেষে সেই স্বপ্নও পূরণ করতে যাচ্ছেন এনামুল হক। ১৯ জানুয়ারি এই খেলা পরিচালনা করার জন্য ঢাকা ত্যাগ করবেন সাবেক বাঁহাতি এ স্পিনার। ওই দিন ব্যাংককে ভিসা কার্যক্রম সম্পন্ন করে নিউজিল্যান্ডের উদ্দেশ্যে রওনা হবেন বলে বিসিবির সূত্রে জানা গিয়েছে।

২৬ জানুয়ারি থেকে নিউজিল্যান্ডের নেপিয়ারে শুরম্ন হতে যাওয়া নিউজিল্যান্ড ও জিম্বাবুয়ের মধ্যকার টেস্ট ম্যাচটিতে এনামুল হকের সহযোগী হিসেবে মাঠে থাকবেন অস্ট্রেলিয়ার আম্পায়ার রড টাকার। টিভি আম্পায়ারের দায়িত্ব পালন করবেন নাইজেল লং। টেস্টটিতে ম্যাচ রেফারির দায়িত্বে থাকবেন সাবেক অস্ট্রেলিয়ান ব্যাটসম্যান ডেভিড বুন। এদিকে এনামুল হক গোটা নব্বইয়ের দশকে ছিলেন বাংলাদেশ ক্রিকেট দলের অন্যতম সদস্য। এক সময় দলের বোলিং ডিপার্টমেন্টের নেতৃত্বই ছিল এ বাঁহাতি স্পিনারের হাতে।

তাইতো আজ বাংলাদেশের ক্রিকেটে বাঁহাতি স্পিনারদের রমরমা, সেটির পথ প্রদর্শকও বলা যেতে পারে এনামুল হক মনিকে। এছাড়া আগামী ৩, ৬ এবং ৯ ফেব্রম্নয়ারি নিউজিল্যান্ড এবং জিম্বাবুয়ের মধ্যকার তিনটি ওয়ানডে ম্যাচেরও দায়িত্ব পালন করবেন তিনি। এনামুল যখন ক্রিকেট ক্যারিয়ারের গুরম্নত্বপূর্ণ সময়টা কাটিয়েছেন, তখন টেস্ট জগতে বাংলাদেশের অভিষেক হয়নি। তবে যে ১৯৯৭-এর আইসিসি ট্রফি জিতে বাংলাদেশ ক্রিকেট দল যে বিশ্বকাপে খেলার সুযোগ করে নিয়েছিল। সেই প্রতিযোগিতার শিরোপা জয়ী দলের অন্যতম সদস্য ছিলেন এনামুল।

এমনকি তিনি ১৯৯৯ সালের বাংলাদেশের প্রথম বিশ্বকাপ ক্রিকেটে দলের অন্যতম সদস্য ছিলেন। তবে ক্যারিয়ারের একেবারে শেষদিকে এসে দেশের হয়ে কয়েকটি টেস্ট খেলারও সুযোগ পেয়েছিলেন এনমুল হক। সুত্রঃ Click This Link  ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.