আমাদের কথা খুঁজে নিন

   

বাংলাদেশি হত্যার দায়ে আরেক বাংলাদেশি গ্রেফতার

যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে খুন হওয়া প্রবাসী বাংলাদেশি মহিউদ্দিন মাহমুদ দুলালকে (৫৭) হত্যার দায়ে মো. রাসেল সিদ্দিকি (২৭) নামে আরেক প্রবাসী বাংলাদেশিকে গ্রেফতার করেছে পুলিশ। এসময় তার কাছ থেকে মহিউদ্দিনের ঘর থেকে খোয়া যাওয়া ২৪ হাজার ডলার পাওয়া যায়।

জন এফ কেনেডি বিমানবন্দর থেকে পালিয়ে যাওয়ার সময় রাসেলকে গ্রেফতারর করে পুলিশ। সে মহিউদ্দিনের বাড়িতে ভাড়া থাকতেন।

মঙ্গলবার ভোররাতে মহিউদ্দিনের (৫৭) গলা কাটা লাশ তার ব্রুকলিনের বাড়ির নিচতলা থেকে উদ্ধার করা হয়।

এরপর থেকে রাসেলকে পাওয়া যাচ্ছিল না।

গ্রেফতার হওয়ার পর রাসেলের দেওয়া বক্তব্যের বরাত দিয়ে পুলিশ জানায়, নগদ অর্থ ও অপমানের প্রতিশোধ নিতে নিজ হাতে তিনি এ খুন করেছেন। তার বাড়ি সন্দ্বীপের বেগমগঞ্জে। ক্রেডিট কার্ডে কুয়েত এয়ারওয়েজের টিকিট কেটে গত মঙ্গলবার রাতেই ঢাকার উদ্দেশে নিউইয়র্ক ছাড়ার চেষ্টা করছিলেন রাসেল।

ক্রেডিট কার্ডের সূত্র ধরে পুলিশ নিউইয়র্ক পুলিশ ফ্লাইটে ওঠার আগে রাসেলকে গ্রেফতার করা হয়।

নিউইয়র্কের সংবাদমাধ্যমের প্রশ্নের উত্তরে রাসেল বলেন, নগদ ডলারের লোভে তিনি মহিউদ্দিনকে খুন করেছেন। তা ছাড়া বাড়িওয়ালা মহিউদ্দিন রাসেলকে ‘গরিব’ বলে বিভিন্ন সময় তাঁকে অপমান করেন। এ অপমানের প্রতিশোধ এবং নগদ অর্থের লোভেই খুন করে দেশে পালিয়ে যাওয়ার চেষ্টার কথা স্বীকার করেন রাসেল। তার বিরদ্ধে ব্রুকলিনের আদালতে হত্যার অভিযোগ আনা হয়েছে।

নিহত মহিউদ্দিন মাহমুদ দুলাল নিউইয়র্কে ব্যবসায়ী হিসেবে প্রতিষ্ঠা পেয়েছিলেন।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.