আমাদের কথা খুঁজে নিন

   

মুক্তিযুদ্ধ আপনাকে কি থেকে মুক্ত করেছে? দেশের কর্তৃত্ব স্থানান্তরিত হয়েছে পাকিস্তান থেকে ভারত।

“বরং দ্বিমত হও, আস্থা রাখ দ্বিতীয় বিদ্যায়। বরং বিক্ষত হও প্রশ্নের পাথরে। বরং বুদ্ধির নখে শান দাও, প্রতিবাদ করো। অন্তত আর যাই করো, সমস্ত কথায় অনায়াসে সম্মতি দিও না। কেননা, সমস্ত কথা যারা অনায়াসে মেনে নেয়, তারা আর কিছুই করে না, তারা আত্মবিনাশের পথ পরিস্কার পাকিস্তানি জনগনের মতে ৭১ গনহত্যা ধর্ষন পাকিস্তানি বাহিনী নয় বরং ভারতীয় বাহিনীর দ্বারাই সম্ভব।

তারা তাদের মুসলিম বোনদের প্রতি এ ধরনের আচরন অসম্ভব। গনহত্যা ধর্ষন এগুলো পাকিস্তানি বাহিনীর বিরুদ্ধে মিথ্যে প্রচারনা। ৭১ যুদ্ধ বাংলাদেশ বা বাঙ্গালীদের সাথে হয়নি হয়েছিল ভারতের সাথে। ৭১ এর আগে বালাদেশ নামে কোন রাষ্ট্র ছিল না, ছিল শুধু পাকিস্তান এই পাকিস্তানকে বিভক্ত করাই ছিল ভারতের মুল লক্ষ্য উদ্যেশ্য। (একথাগুলো আমার নয়,জনৈক পাকিস্তানির) বিস্তারিত শুনুন।

আপনারা মুক্ত হওয়ার সময় আমি ছিলাম না। বহুবছর পরে এসেছি। কিন্তু বুঝলমনা আপনারা মুক্তি বলতে কিসের থেকে মুক্তি বুঝাতে চান। আমাদের এখন রাষ্ট্রভাষা ইংরেজী, আন্ডা বাচ্চারাও অবাধে হিন্দি আওড়ায়, এতে ১৬ কোটি মানুষের স্বার্থ কোথায়? আর উর্দু ভাষার প্রতি এত ঘৃনাই বা কেন? ভাষা একটা ভাষা, মনের ভাব প্রকাশের একটা মাধ্যম। আপনারা মানে আমাদের পূর্বপুরুষরা ছিল অনেকটা হুজুগে বাংগালী, ইন্ডিয়ার উস্কানিতে আজগুবি সব দাবিদাবা নিয়ে রায়ট শুরু করেন, রায়ট থামানোর জন্য সরকার পদক্ষেপ নেয়।

বর্তমান ছাত্রলীগের বিরুদ্ধে একশান নেয়া যেমন জরুরী তেমনি তখনকার সরকার ছত্রআন্দলনকে প্রতিহত করতে চেয়েছিল। কিন্তু ভারতের এজেন্টরা এই রায়টের ডাক ছড়িয়ে দেয় সারা দেশ ব্যাপী। এ যুদ্ধটা ছিল সম্পূর্ণ ভারতের সার্থে, এবং মুক্তিযোদ্ধাদের মনোবল ও অস্রের যাবতীয় রসদ যোগীয়েছে ভারত। হিন্দুত্বের হিংস্র থাবা বিস্তারই ভারতীয় রাজনীতির মূল দর্শন বিন্দু থেকে সিন্ধু পুরোটাই ভারতের। ৩০ লাখ মানুষকে রক্ত দিতে হয়েছে ভারতের কুট কৌশলের কারনে।

যদি বলা হয়, পাকিস্তান সরকার ক্ষমতায় থাকাকালে জনগনের উপর যুলুম নির্যাতন করেছে, চাকুরী থেকে বঞ্চিত করেছে, নাগরিক অধিকার হরণ করেছে। আমি বলি ৭১ এর পর থেকে বর্তমান পর্যন্ত কোন সরকার নাগরিক অধিকার প্রদান করেছে? দেশের আভ্যন্তরীন স্বনির্ভরতা কতুটুকু? দেশ চলছে বৈদেশিক রেমিটেন্সের উপর, তা নাহলে বছরে দু'দশবার দুর্ভিক্ষ হত!! সরকার কমার্শিয়াল ব্যংক থেকে টাকা নিচ্ছে, অর্থ সংকটে দেউলিয়া হয়ে যেতে পারে হাফ ডজন ব্যাংক । চাকরির বাজার ভারতীয়দের হাতে প্রশাসনের শীর্ষ পদ গুলা সব দখল করেছে হিন্দুরা শেয়ার বাজার চলে গেছে কৃষ্ঞ গহ্বরে। বাংলাদেশের অভ্যন্তরে এবং ছীটমহলগুলোতে চলছে ভারতের অবাধ আধিপত্য বিস্তার, মানুষ হত্যা। তারপও সরকার তাদের সাথে হাত মিলায়।

আমার দৃষ্টিতে যুদ্ধে নরহত্যার চেয়ে যুদ্ধবিহিন একচেটিয়া নরহত্যাকারী অপেক্ষাকৃত বেশী অপরাধী। সকলকাজে ভারতকে সহযোগীতার বিষয়টি প্রমান করে দেশের আভ্যন্তরীন যাবতীয় কর্মকান্ড পরিচালিত হচ্ছে ভারতের স্বার্থে, ভারতের অনুরোধে। আমি চাইনা বাংলাদেশ পাকিস্তানের অধিনস্ত থাকুক কিংবা অধিনস্ত থাকুক ভারতের, আমি চাই বাংলাদেশ থাকবে একমাত্র বাংলাদেশীদের, একমাত্র আমাদের। কেউ কারো দালালী করার প্রয়োজন নেই, যদি করেন, আপনিও একদিন হেরে যাবেন, পাকিস্তানিদের মত হেরে যাবেন, যেমনটি হেরে গেছে ভারতীয়রাও। এগুলো একান্ত ব্যক্তিগত ধ্যনধারনা।

এখানে আমি কাউকে হেয় করা হয় নি, প্রত্যেকেই তাদের অবস্থানে রাইট ছিল। ভারত পাকিস্তান বাংলাদেশ প্রত্যেকের ভুকিকায় আপনি থাকলেও খুব সম্ভব ঐ কাজটাই করতেন যা তারা করেছে। কোন বিতর্ক নয়, আপনার দৃষ্টিতে যদি উপরের কথাগুলো ভুল হয় তবে, তবে নতুন কোন তথ্য দিয়ে সহযোগীতা করুন, আমি মেনে নেব। ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.