আমাদের কথা খুঁজে নিন

   

আমেরিকার মুক্তিযুদ্ধ বনাম আমাদের মুক্তিযুদ্ধ

অ আ ক খ ১৭৭৫ সালে, ১৯ এপ্রিল আমেরিকার মানুষ বৃটিশদের বিরুদ্ধে বিদ্রোহ করছিলো যা পরবর্তীতে ১৭৭৬ সালে এপ্রিলের ৪ তারিখ স্বাধীনতা ঘোষণার মাধ্যমে মুক্তিযুদ্ধে রূপ নেয় যদিও আমেরিকা তাকে বিদ্রোহী যুদ্ধ বলে থাকে। ঐসময় আমেরিকার প্রায় ১৫-২০% মানুষ বৃটিশদের পক্ষে রাজাকারি করে স্বাধীনতার বিরুদ্ধে অস্ত্র ধরেছিলো আমেরিকার মানুষ যাদের লয়ালিস্ট(বৃটিশ অনুগত) বলে অবহিত করতো রাজাকারের(সেচ্ছাসেবক) মত ঘৃণ্য অর্থেই , ১৮৮৩ সালে বৃটিশদের পরাজয়ের পর, আমেরিকার মানুষ লয়ালিস্টদের আমেরিকার মাটিতে থাকতে দেয় নি? তাদের সমকালীন বৃটিশ নিয়ন্ত্রিত কানাডার কুব্যাগ চলে যেতে হয়েছিলো । আরেকটা মিল হচ্ছে আমেরিকা ঐ সময় বৃটিশ শত্রু ফ্রান্সের প্রত্যক্ষ সাহায্য পেয়েছিলো, যেমনি বাংলাদেশ পাকিস্থানের শত্রু ভারতের প্রত্যক্ষ সহযোগিতা পেয়েছিলো । আর, প্রধান অমিলটা হচ্ছে যুদ্ধের পর বাংলাদেশে মহান উদার নেতা শেখ মুজিব ক্ষমা করে দেন সকল রাজাকারকে শুধু মাত্র মানবতাবিরোধী অপরাধে জড়িতরা ব্যতীত । অথচ এদের পাকিস্থান পাঠানোর সিদ্ধান্ত ছিল ইতিহাসের দেখানো সঠিক পথ ।

আজ ৪২ বছর ধরে বাংলাদেশের মানুষের স্বাধীনতার পক্ষে-বিপক্ষের শক্তির রাজনীতি দেখতে হয় । এই বিভক্তিই একটি দলের ব্যবসা, অথচ জামাতকে নিষিদ্ধ করলেই এই বিভক্তির মুক্তি মিলতো । আমেরিকার স্বাধীনতার নায়করা কেউ ক্ষমতার লড়াই করেন নি ,যুদ্ধের পর ফাউন্ডিং ফাদার জর্জ ওয়াশিংটন হন আমেরিকার প্রথম নির্দলীয় প্রেন্সিডেন্ট, তিনি কখনোই ক্ষমতা আঁকড়ে থাকার চেষ্টা করেন নি , এরপর চরম মতানৈক্যে স্বাধীনতা যুদ্ধের নায়করা রিপালিকান ও ফেডারেলিস্ট নামক দুই দলে ভাগ হয়ে যান, কিন্তু তারা গণন্ত্রের পথেই হেটেছেন, এরপর তাদের মধ্যে ক্ষমতার লড়াই হয়েছে কিন্তু তা কখনোই গণতন্ত্রকে হত্যা করতে পারে নি, তাদের মাঝে রাজনৈতিক হত্যা কান্ডও হয়েছে কিন্তু এক মূহুর্তের জন্যই গণতন্ত্র স্থবির হয় নি । আর, আমার? কি বলবো .....................?। তবে নতুন আশা জেগে উঠেছে , বাংলাদেশ জেগে উঠবে ইনশা-আল্লাহ ।

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.