আমাদের কথা খুঁজে নিন

   

'ভেঙ্গে গেল ফেদেরারের রেকর্ড'

রিকশাও তেল খায়...আর মানুষ তো মানুষই রেকর্ড করা হয় ভাঙ্গার জন্যই। একসময় যেই রেকর্ডগুলো অজেয় মনে হত, সময়ের ব্যবধানে কত সহজেই না ভেঙ্গে যায় সেগুলো। গতকাল এই হতাশার আগুনে পুড়লেন রজার ফেদেরার। দীর্ঘদিন ধরেই রেকর্ডটা নিজের করে রেখেছিলেন। কিন্তু সাম্প্রতিক সময়ে ফর্ম খুব সুবিধার যাচ্ছিলোনা।

ফলশ্রুতিতে ১৬টি গ্র্যান্ডস্লাম জয়ের রেকর্ডটি গতকাল ১২ই জানুয়ারি হাতছাড়া হয়ে গেল তার। কে ভাঙ্গল - গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ক্যারিয়ারটা অনেক পুরনো হলেও ১৯৯৬ এর আগ পর্যন্ত একমাত্র অর্জন ছিল 'আইন বিষয়ে' একমাত্র স্নাতক ডিগ্রি(দুর্জনেরা বলে নকল করে)। পাব পাব করেও কোন গ্র্যান্ডস্লাম ডিগ্রি, মেডেল অথবা অ্যাওয়ার্ড ঝুলিতে ভরতে পারেননি। দীর্ঘ প্রতিক্ষার অবসান ঘটে ১৯৯৬-৯৭ বর্ষপুঞ্জিতে 'বোস্টন বিশ্ববিদ্যালয়' হতে 'Degree of Doctor of Law' অর্জনের মাধ্যমে। এরপর আর পেছন ফিরে তাকাতে হয়নি তাঁকে, শুধুই সামনের দিকে এগিয়ে চলা।

সাফল্য নিজে থেকে এসে একের পর এক প্রবেশ করতে লাগলো তাঁর ঝুলিতে। দীর্ঘ পথ পরিক্রমায় ২০১০ সালের ২৪শে নভেম্বর ফেদেরারের সাথে একই কাতারে এসে দাঁড়ালেন। সংক্ষেপে অর্জনসমূহ (১৯৯৬-২০১০) 1. Head of State Medal in 1996-97 by the International Association of Lions Clubs 2. Degree of Doctor of Law by the Boston University of the USA on 6 February 1 997 3. Honorary Doctor of Law by the Waseda University of Japan on 4 July 1997. 4. Honorary Doctorate of Philosophy in Liberal Arts by University of Abertay Dundee of the United Kingdom on 25 October, 1997 5. Medal of Distinction in 1996-97 and 1998-99 6. UNESCO's Houphouet-Boigny Peace Prize for 1998 7. 'Mother Teresa Award' in 1998 8. ‘M K Gandhi Award’ for 1998 (Oslo, Norway) 9. Honorary Degree of Desikottama (Doctor of Literature, honoris causa) by Visva-Bharati University of West Bengal, India on 28 January 1999. 10. CERES' medal for fight against hunger on 02 August, 1999 11. Doctor of Laws, honorary cause by the Australian National University on 20 October 1999. 12. Dhaka University, Honorary 'Doctor of Laws' degree on 18 December, 1999. 13. The World famous Catholic University of Brussels, Belgium, Honorary Doctorate degree (Doctor Honoris Causa) on 04 February, 2000. 14. Prestigious Pearl S. Buck Award '99 on 9 April 2000 by Randolph Macon Women's College of USA 15. Honorary Doctor of Humane Letters by the Bridgeport University, USA on 5 September, 2000. 16. Honorary doctorate degree from St Petersburg State University November 24, 2010 (ফেদেরারের মত ছবি দিতে পারলামনা বলে দুঃখিত আর বাংলায় লেখলে গ্র্যাভিটি কমে যাবে ) কিন্তু থেমে যেতে তো উনি পথ চলা শুরু করেননি। অবশেষে গতকাল ১২ই জানুয়ারি এল ইতিহাসের সেই মহেন্দ্রক্ষণ। ১৭তম ডিগ্রিটি অর্জন করলেন ত্রিপুরা বিশ্ববিদ্যালয় হতে।

। ফেদেরারকে সরিয়ে রেকর্ডটি শুধুই একার করে নিলেন । আসলে অর্জন যার ভাগ্য-রেখায় লেখা থাকে, গৌরব তাঁর পায়ে এসে মাথা ঠেকায়। উনি তো শুধু পথ চলার সময় কুড়িয়ে নিবেন নিজ ঝুলিতে। এই যেমন, যদি শুধুমাত্র কষ্ট করে পশ্চিমের সীমান্ত পার হয়ে কলকাতায় যান তো প্রবেশমাত্রই কলকাতা বিশ্ববিদ্যালয় তাঁর হাতে তুলে দিবে ১৮তম মহান ডিগ্রি।

(এইটা কিন্তু কনফার্ম ) কিন্তু ওই যে প্রতিভাবানদের অর্জন কখনো থেমে থাকেনা। তাই তিনি এবার লক্ষ্য করছেন সামনে থাকা!! একমাত্র শচীন টেন্ডুলকারকে। এই উদ্দেশ্যে তিনি ইতিমধ্যে ঘোষণা দিয়েছেন ভীষণ-২০২১। সমগ্র জাতি এখন অবাক নয়নে উপভোগ করছে ভীষণ-২০২১ এর বাস্তবায়ন। সর্বাঙ্গীণ সাফল্য কামনায়।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.