আমাদের কথা খুঁজে নিন

   

একটি নয় আনেক গুলো ভুল আজ এক সাথে জমা হয়েছে ।

ঘোরার ডিম একটি নয় আনেক গুলো ভুল আজ এক সাথে জমা হয়েছে । মানুষ একবার ভুল করে, দুবার ভুল করে কিন্তু আমরা জেনে শুনে বারবার ভুল করছি। একবার ভেবে দেখা উচিত আমরা কোথায় ছিলাম, আর কোথায় এলাম, আর কোথায়ই বা যাবো একবার ভেবে দেখেন আমরা কি ওয়াদা করে এসেছিলাম তার কাছে, আমারা কি ওয়াদা পূরন করছি?? শয়তান অমাদের শত্রু আর এখন শত্রুর সাথে আমাদের বন্ন্ধুত্ত্ব হচ্ছে নিবির ভাবে। ময়াজ্জিন আজান দেয় আর আমরা শুয়ে থাকি, কেউ কেউ বলে ফজরের আজানের সময় নাকি ঘুম বেশি ভাল হয়। আথচ এটা কি ঠিক? যখন আমাদের ওজু করে নামাজ পড়ার জন্য মজসিদে যাওয়ার কথা, আর সেখানে আমরা মজার ঘুমে আর সুখের সপ্ন নিয়ে বিভোর থাকি।

চিন্তা করি আজ নয় কাল, কাল নয় পরশু, নামাজ পড়র। কোথায় দিনের পর দিনতো চলে যায় কিন্তু নামাজ তো পড়া হয় না। এভাবে জীবন থেকে দিন চলে যাবে, কিন্তু আমাদের সময় কোন কাজে আসবে না। একদিন দেখবো আমার যাবার সময় হয়ে গেছে। বিকেল গরিয়ে এখন সূর্য্য অস্ত যাওয়ার সময়।

তখন আর কাদঁলেও কোন লাভ হবে না। দু চোখের পানি অঝরে পড়েতে থাকবে। পানির অভাবে গলা কাঠ হয়ে যাবে তখন কেউ থাকবে না এক ফোটা পানি মুখে দেওয়ার মত। আর আপনি যেটা এখন দুনিয়াতে করছেন তখন আপনার ছেলে মেয়রা সেটাই করবে, আপনার জন্য দোয়া করার মত কেউ থাকবেনা। যেই ছেলে মেয়েক অনেক শিক্ষিত করেছেন তখচ তারা আপনার জন্য দোয়া করার জন্য এতোটুকু সময় ব্যায় করবেনা।

আর তখন আমাদের হাতে সময় ও থাকবে না। তখন মনে হবে, তখন শুধু আবসোস করা সারা আর কিছুই করার থাকবেনা, মনে হবে কি করে যে দুনিয়ার সময় নষ্ট করেছি!!!! কার জন্য কি করেছি!!!! আমি জানি না আমার এই লেখা কারো মনের মনুষত্ত্ব কে জাগরতো করবে কি না। তবে আমার এটোটুকু অনুরোধ, আমরা যেন নামাজ কে ভুলে না থাকি। একটি ভুল যেন বারবার না করি। ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.