আমাদের কথা খুঁজে নিন

   

এপিটাফের শেষ ছত্র

আমি যে কেনো কাঁদি , জন্মাবধি ! বৃষ্টি-দগ্ধ হয়ে ডুবে থাকি কারো তন্দ্রাহত দৃষ্টির গভীরে ... এপিটাফের শেষ ছত্র নিলীন কুহকের অন্তরালে , মহামায়ার কালো জোছনায় - বেঁচে থাকা এক নিশঙ্ক প্রাচীন জীবন , নেমেসিসের নগ্ন দেহে একে দেয় , ফিনিক্সের সোনালী নির্বাণ ! পৃথিবীর শেষ মানবের লাশটাও তখন ছিড়ে খায় শকুনের ধুসর পালক ! নিশ্চল পাথুরে দেবীর রঙিন নখে আকা সোনালী ফিঙ্গের ঠোঁটে – ঝুলে থাকা বিশাল বটবৃক্ষ , মুছে যায় ! হাওয়ায় ভেসে আসে এপিটাফের শেষ ছত্র – দেবী কামনার নয় , কামনা দেবীর ! আহবের উর্ধ্ব প্রান্তে তাই ভীর , মানব খুলির ! আরাধ্য অগ্নিতে জ্বলে উঠে কাফ্রার পাজর কাপালিকের হলুদ আস্তরণে ভ্রান্ত তার রুপ । জলের মানব চেয়েছিল ছুতে একদিন দেবীর সুডৌল স্তনে ! কম্পিত কম্পন জাগে প্রোথিত অরণ্যে । গোর দর্শনের পূর্বের উনসপ্ততিতম রাতে জলমানব হয় নিশ্চিহ্ন অচিন মৃত্যুবাণে ! জাগরণের শেষ প্রান্তরে – দেবীর অবাক নৃত্য মূর্ছনায় ক্ষমাহীন অন্ধকারে জেগে উঠে নির্বাণ ! থেমে যা্য় পৃথিবীর ঘূর্ণন , মুছে যায় সব রূপকথার পৌরানিক ছন্দ নেমে আসে নরকের আদিম শয়তান , বিষাক্ত জোছনায় ঘটে পার্থিব প্লাবন ! *************  

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।