আমাদের কথা খুঁজে নিন

   

এপিটাফের ঘ্রাণ

সুন্দর-অসুন্দর সময়

তোমরা হেঁটে যাও কবরের গলুই ছুঁয়ে ঝুঁকে দেখো একবার আদিম রক্তের ঘ্রাণ ইতিহাস যদি কেঁদে ওঠে কখনো হঠাৎ, দেখবে প্রয়াত জনসভা ঘুমিয়ে গেছে ভীষণ মমতায় স্বপ্ন দেখতে বলি তবুও তোমাকে আবার ইতিহাসে নাক ডুবিয়ে দাও পরম আহ্ণাদে গভীর আস্বাদে খুঁজো সভ্যতার গোপন হীরক উজ্জ্বল আলোয় তন্দ্রা হারিয়ে হও পরম প্রদীপ দেখো জাগছে কিনা অজানামুখী তরুণ পথিক তবুও ঘুমিয়ে গেছে যারা নরম ঘাসের হৃদয়ে মিশে গেছে রক্তে আর ইতিহাসের গোপন কোঠায় রেখে গেছে মহীরুহ, সবুজ ফলের জাজিম শিয়রে তাদের রুদ্ধ প্রশ্বাস নিয়ে দাঁড়িয়ো আবার অস্তগামী সূর্যের মুখর লালচে আলোয়...

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।